বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাপুল সুপ্রিয়কে হেনস্থা করার অভিযোগ উঠেছিল বর্ধমান শহরের কালীবাজার এলাকার বাসিন্দা তথা কলকাতার সংস্কৃত কলেজের ভাষা বিজ্ঞানের ছাত্র দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। সেই ঘটনায় গোটা রাজ্য জুড়েই হৈচৈ পড়েছিল। এরপর দেবাঞ্জন বর্ধমানে এলে তাকে আলিশা বাসস্ট্যাণ্ডে বেশ কয়েকজন মারধর করে বলে অভিযোগ করেন দেবাঞ্জন। এমনকি তাঁর সঙ্গী বান্ধবীকেও মারধর ও হেনস্থা করা হয়। এব্যাপারে অভিযুক্তরা বিজেপির সমর্থক বলেও দাবী করেন দেবাঞ্জন। আর এই ঘটনায় পুলিশ ৯জন বিজেপি সমর্থককে গভীর রাতে বাড়ি থেকে গ্রেপ্তারও করেন। যা নিয়ে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে। পরবর্তীকালে সেই ৯জন যুবক জামিন পান। আর সোমবার বর্ধমান টাউন হলে সেই ৯জন যুবককে ভারতমাতার বীর সন্তান বলে অভিহিত করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের সম্বর্ধনা জানান। যাকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে শহর জুড়ে। যদিও বিজেপির প্রাক্তন যুবমোর্চার জেলা সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, সম্পর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা অভিযোগে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। তারা এই ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয়। এমনকি অনেকেই এই ঘটনা সম্পর্কে কিছু জানতই না। পুলিশ গভীর রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে। শ্যামলবাবু জানিয়েছেন, অভিযোগকারী দেবাঞ্জন বল্লভ কোনো নামে অভিযোগও করেনি। তা সত্ত্বেও পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই ৯জনকে গ্রেপ্তার করেছিল। এদিন সম্বর্ধনা দিয়ে তাঁদের পাশে যে দল আছে সেটাই তুলে ধরা হয়েছে।
Tags BJP
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …