Breaking News

কাটমানি কাণ্ডে বিজেপি নয়, জড়িত তৃণমূল – দাবী বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতির

BJP Kisan Morcha & BJP Stage Protest. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাটমানি কাণ্ডে বিজেপিরা জড়িত নয় বলে দাবী করে গেলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল। সোমবার গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমান জেলাতেও কিষাণ মোর্চা এবং জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর শাসকদলের সন্ত্রাসমিথ্যা মামলায় ফাঁসানো সহ কৃষকদের জন্য একাধিক দাবীতে পৃথক পৃথকভাবে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের স্মারকলিপি দেওয়া হয়। হাজির ছিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পালজেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দীকিষাণ মোর্চার জেলা সভাপতি জয়দীপ চট্টরাজ প্রমুখরাওBJP Kisan Morcha & BJP Stage Protest. At Burdwan Town গোটা রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও কাটমানি কাণ্ডে জায়গায় তৃণমূল নেতাদের ওপর হামলাবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু এদিন এ ব্যাপারে এই সমস্ত ঘটনায় বিজেপি মোটেও যুক্ত নয় বলে দাবী করে গেলেন রামকৃষ্ণবাবু। তিনি জানিয়েছেনগ্রামে গ্রামে সাধারণ মানুষের জনরোষ তৈরী হচ্ছে। এদের ইন্ধন জোগাচ্ছে তৃণমূলেরই একাংশ। এর সঙ্গে বিজেপি যুক্ত নয়। এদিন কিষাণ মোর্চার জেলা সভাপতি জয়দীপ চট্টরাজ জানিয়েছেনকোথায় কোথায় তৃণমূলের নেতারা কত টাকা কি কি খাতে নিয়েছেনএলাকা ভিত্তিক তার তালিকা তৈরী করা হচ্ছে। সেই তালিকা বিডিও র হাতে জমা দিয়ে দ্রুত ব্যবস্থা নেবার আর্জি জানানো হবে। কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *