Breaking News

মমতা বন্দোপাধ্যায়ের উচিত এখনই পদত্যাগ করে রাজনৈতিক সন্ন্যাস নেওয়া – রাহুল সিনহা

BJP leader Rahul Sinha addresses a public meeting. At Hatgobindapur

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নারদা কাণ্ডে সিবিআই একের পর এক নেতা ঘনিষ্টদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে যখন সেই সময় আগামী একমাসের মধ্যে একাধিক তৃণমূল নেতাকে জেলে পোড়া হবে বলে জানিয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। শুক্রবার বর্ধমানের হাটগোবিন্দপুরে বিজেপির দলীয় সভায় বক্তব্য রাখতে আসেন রাহুল সিনহা। ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী-সহ এক ঝাঁক জেলা নেতাও। BJP leader Rahul Sinha addresses a public meeting. At Hatgobindapur রাহুল সিনহা এদিন জানিয়েছেনবিজেপি সরকার কাউকে ছাড়বে না। বাংলায় তৃণমূল কংগ্রেস বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সাধারণ মানুষের কাছে। তা আর ফিরে পাবে না। মোদি সরকার গরীব মানুষকে যে টাকা দিচ্ছেনসেই টাকা মস্তান দিয়ে ভয় দেখিয়ে তুলে নিয়েছে। চোরেদের নিয়ে সরকারপার্টি চালাবে আর নীচুতলার কর্মীদের চোর বলবেএটা চলতে পারে না। মমতা ব্যানার্জ্জীর পদত্যাগ করে রাজনৈতিক সন্ন্যাস নেওয়া উচিত। রাহুলবাবু এদিন বলেনমমতা বন্দোপাধ্যায়ের যে জনপ্রিয়তা ছিল শেষ ৩ বছরে তাঁর সেই জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। BJP leader Rahul Sinha addresses a public meeting. At Hatgobindapur এদিন রাহুলবাবু জানানসম্প্রতি গরু পাচার রুখতে গিয়ে বিএসএফের জওয়ানদের ওপর যে হামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। কাউকে ছাড়া হবে না। তিনি বলেনএখন তৃণমূল নেতাদের গরু পাচারের ব্যবসাকয়লা খাদানবালি খাদানের ব্যবসা। যারা বিএসএফের জওয়ানদের বিরুদ্ধে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা কেউ ছাড়া পাবে না। তিনি বলেন, সারদা,নারদায় জড়িত যাঁরাএক মাসের মধ্যে তাঁরা জেলে যাবে। কেউ ছাড়া পাবে না। বাংলায় বিজেপি সরকার গড়বে। সব্যসাচী দত্ত সম্পর্কে রাহুল সিনহা এদিন জানানতিনি এখনও বিজেপিতে আসার ব্যাপারে আবেদন জানানি। যাঁরা বিজেপিতে আসতে চাইবেন তাদের ছাকনির মধ্যে দিয়ে ছেঁকে নেওয়া হবে। সিপিএমের মত দল বিজেপি নয়।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *