বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ক্রমশই যুযুধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের মাত্রা বাড়ছেই। কোথাও হাতাহাতি আবার কোথাও দেওয়াল দখল নিয়ে চলছেই গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ। আর এসবের মাঝেই বিজেপির জেলা যুব মোর্চার সদস্যরা বৃহস্পতিবার তাদের দুই নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং তাঁদের দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় বৃহস্পতিবার বর্ধমান থানা ঘেরাও করলেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি শ্যামল রায় অভিযোগ করেছেন, বুধবার রাতে রায়ান অঞ্চলের নাড়ী বেলবাগান এলাকার বাসিন্দা যুবমোর্চার সম্পাদক সুরজিত হাজরা চৌধুরী সহ বিজেপি যুব মোর্চার নেতা রাহুল ঘোষকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে। শ্যামল রায় জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিনু দে –র বাড়ি ভাঙচুরের অভিযোগে বুধবার রাতে দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ ধৃত সুরজিত হাজরা চৌধুরী ও রাহুল ঘোষের নেতৃত্বে একদল বিজেপি কর্মী বুধবার গভীর রাতে অতর্কিতভাবে আক্রমণ চালায় রিনু দে–র বাড়িতে। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানালা। তার পরিপেক্ষিতে রিনু দে–র করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। যদিও এব্যাপারে শ্যামল রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বিজেপির ঘাড়ে চাপানো হয়েছে। অপরদিকে, এরই পাশাপাশি বর্ধমান পুরসভার ১ নং ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ করেছেন শ্যামল রায়। তিনি জানিয়েছেন, তৃণমূলের কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। এ ব্যপারে তৃণমুলের জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক জানিয়েছেন, এটা হাস্যকর মিথ্যা অভিযোগ। আইন আইনের পথেই চলছে। অন্যায় করেছে তাই পুলিশ গ্রেপ্তার করেছে। দেওয়াল লিখন মুছে দেবার প্রসংগে উজ্জ্বলবাবু জানিয়েছেন, তৃণমূলের এত দুর্দিন আসেনি যে দেওয়াল লিখন মুছে দিতে হবে।
Tags All India Trinamool Congress Bharatiya Janata Party BJP Election Lok Sabha Lok Sabha Election tmc
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …