Breaking News

নেতাদের গ্রেপ্তার, দেওয়াল মোছার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির

The BJP party's claim to writing of the wall has been removed in the campaign of Lok Sabha Election 2019. At Lakshmipur in Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ক্রমশই যুযুধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের মাত্রা বাড়ছেই। কোথাও হাতাহাতি আবার কোথাও দেওয়াল দখল নিয়ে চলছেই গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে রাজনৈতিক অভিযোগপাল্টা অভিযোগ। আর এসবের মাঝেই বিজেপির জেলা যুব মোর্চার সদস্যরা বৃহস্পতিবার তাদের দুই নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং তাঁদের দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় বৃহস্পতিবার বর্ধমান থানা ঘেরাও করলেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি শ্যামল রায় অভিযোগ করেছেনবুধবার রাতে রায়ান অঞ্চলের নাড়ী বেলবাগান এলাকার বাসিন্দা যুবমোর্চার সম্পাদক সুরজিত হাজরা চৌধুরী সহ বিজেপি যুব মোর্চার নেতা রাহুল ঘোষকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে। শ্যামল রায় জানিয়েছেনসম্পূর্ণ মিথ্যা অভিযোগে বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকেতৃণমূলের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিনু দে র বাড়ি ভাঙচুরের অভিযোগে বুধবার রাতে দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ ধৃত সুরজিত হাজরা চৌধুরী ও রাহুল ঘোষের নেতৃত্বে একদল বিজেপি কর্মী বুধবার গভীর রাতে অতর্কিতভাবে আক্রমণ চালায় রিনু দের বাড়িতে। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানালা। তার পরিপেক্ষিতে রিনু দের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। যদিও এব্যাপারে শ্যামল রায় জানিয়েছেনতৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বিজেপির ঘাড়ে চাপানো হয়েছে। অপরদিকেএরই পাশাপাশি বর্ধমান পুরসভার ১ নং ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ করেছেন শ্যামল রায়। তিনি জানিয়েছেনতৃণমূলের কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। এ ব্যপারে তৃণমুলের জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক জানিয়েছেনএটা হাস্যকর মিথ্যা অভিযোগ। আইন আইনের পথেই চলছে। অন্যায় করেছে তাই পুলিশ গ্রেপ্তার করেছে। দেওয়াল লিখন মুছে দেবার প্রসংগে উজ্জ্বলবাবু জানিয়েছেনতৃণমূলের এত দুর্দিন আসেনি যে দেওয়াল লিখন মুছে দিতে হবে। 

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *