Breaking News

সন্দেশখালি নিয়ে বিজেপির অভিনব নাটক ঘিরে আলোড়ন

BJP plays drama in Burdwan on present situation of Sandeshkhali.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “সন্দেশখালির বেতাজ বাদশা সেখ শাহজাহান মুখ্যমন্ত্রীর আঁচলের তলায়” – এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে বর্ধমানের কার্জন গেটের সামনে অভিনব বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন বিজেপি কৃষান মোর্চার সহ-সভাপতি রাজু পাত্র সাজেন সেখ শাহজাহান, মমতা বন্দ্যোপাধ্যায় সাজেন জেলা মহিলা মোর্চার সহ-সভাপতি নূপুর ব্যানার্জী এবং পুলিশ সাজেন যুব মোর্চার সাধারণ সম্পাদক পলাশ মণ্ডল। এই চিত্রনাট্যের রচয়িতা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, সন্দেশখালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল নেতারা কী কী ধরনের অত্যাচার চালিয়েছে দীর্ঘদিন ধরে। সেখ শাহজাহানের নেতৃত্বে এত অত্যাচার চালানো হলেও পুলিশ এখনও তাকে ধরতে পারেনি কারণ সেখ শাহজাহান রয়েছে মুখ্যমন্ত্রীর আঁচলের তলায়। আর পুলিশ সেখানে নির্বাক দর্শক। এদিন সাধারণ মানুষের সামনে এই বিষয়টাকে তুলে ধরতেই তাঁরা এই নাটকের অবতারণা করেছেন। মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন কেন শাহজাহান এখনও গ্রেপ্তার হয়নি। BJP plays drama in Burdwan on present situation of Sandeshkhali. সেখ শাহজাহান সাজা রাজু পাত্র জানিয়েছেন, সেখ শাহজাহান সাজতে তার লজ্জা করেছে। কিন্তু মানুষের সামনে বিষয়কে তুলে ধরতেই তিনি এই প্রতীকী সাজ সেজেছেন। অন্যদিকে, পুলিশ সাজা পলাশ মণ্ডল জানিয়েছেন, পুলিশ সাজতেও তাঁর ইচ্ছা ছিল না। কিন্তু আমজনতার সামনে সন্দেশখালির পুলিশের চেহারা তুলে ধরতেই তিনি প্রতীকী সাজ সেজেছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সাজা নুপুর ব্যানার্জ্জী জানিয়েছেন, সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর আচরণ লজ্জার। এখনও তিনি সন্দেশখালি যাননি। সেখানকার অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়াননি। অথচ তিনি নিজে একজন মহিলা। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। উল্লেখ্য, সন্দেশখালি নিয়ে কার্জন গেটের সামনে বিজেপি যুব ও মহিলা মোর্চার ধর্ণা মঞ্চ সোমবার ৩ দিনে পা দিল। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সম্পাদক কুন্দন কুমার, জেলা যুব মোর্চার সভাপতি পূরব সাম, মহিলা যুব মোর্চার সভানেত্রী রাখী মল্লিক প্রমুখরাও।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *