বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোট পরবর্তী তৃণমূল বিজেপি সংঘর্ষ চলছেই। সোমবার রাতে বর্ধমানের রায়ান ১নং গ্রাম পঞ্চায়েতের নাড়ী বেলবাগান এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অল্পের জন্য কেউ আহত না হলেও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, সোমবার রাতে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজি করা হয়। তার মধ্যে মঙ্গলবার সকালে বাড়ির পাশ থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে বর্ধমা্ন থানার পুলিশ। যদিও এই ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে দাবী করেছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, এদিন সকালেই ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। এদিকে এই ঘটনায় এদিন দুপুরে বর্ধমান কালনা রুটের নাড়ী মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি সমর্থকরা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করায় ব্যস্ততম রাস্তায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
Tags Bombing
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …