বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিজেপির বিজয় সংকল্প বাইক র্যালিকে ঘিরে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরেও। কার্যত বিজেপির রাজ্য সভাপতির সামনেই পুলিশ ছত্রভঙ্গ করে দিল বিজেপির কর্মসূচী। প্রতিবাদে ২নং জাতীয় সড়ক অবরোধ করতে গেলে বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি শ্যামল রায় সহ ২১জনকে পুলিশ আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় শহর জুড়েই। তেলিপুকুরের পাশাপাশি এদিন বর্ধমানের নবাবহাটেও বিজেপি সমর্থকরা বাইক মিছিলের চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। এছাড়াও এদিন বর্ধমানের জামালপুরেও বিজেপির বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, গোটা রাজ্য জুড়ে ৫০০ জায়গায় বিজেপির এই সংকল্প বাইক মিছিল সংগঠিত হয়েছে। পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মী–নেতাকে গ্রেপ্তারও করেছে। কিন্তু তারপরেও মিছিল হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যে কোনো গণতন্ত্র নেই। পুলিশ নির্বিচারে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে। উল্লেখ্য, বাইক মিছিল নিয়ে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি না নেওয়ায় এদিন জায়গায় জায়গায় পুলিশ বিজেপি সমর্থকদের আটকে দেয়। বিজেপির এই বাইক মিছিল সম্পর্কে এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত জানিয়েছেন, বাইক মিছিল করতে গেলে আগাম পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন। তা নিয়ে বাইক মিছিল করতে গেলে পুলিশ তা আটকাবেই। বিজেপি পুলিশ প্রশাসন আইনকে না মেনে গোটা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে, দুর্গাপুরের কর্মসূচী সেরে বর্ধমানে এসে দিলীপ ঘোষ পাকিস্তানের জঙ্গী ঘাঁটিতে এয়ার স্ট্রাইক নিয়ে রীতিমত কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দোপাধ্যায়কে। দিলীপবাবু এদিন জানান, যে পাকিস্তানের ওপর প্রত্যাঘাত করা হয়েছে তারা কিছু বলতে সাহস পাচ্ছেন না, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী জানতে চাইছেন কোথায় কিভাবে এয়ার স্ট্রাইক হয়েছে। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর পাকিস্তানের হয়েই কথা বলছেন।
Tags bike rally BJP BJP Vijay Sankalp bike rally Vijay Sankalp Vijay Sankalp rally
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …