Breaking News

আলুচাষিদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ

Blockade of roads to demand compensation for potato farmers

মেমারী (পূর্ব বর্ধমান) :- আলুচাষিদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার মেমারীতে রাস্তা অবরোধে শামিল হলেন চাষীরা। এদিন আলুচাষিদের ক্ষতিপূরণে দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে ও ১০০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং সারের কালোবাজারি রোধ, কৃষি ঋণ মকুব, ২১-২২ সালের বিমার টাকা প্রদান, কৃষিতে স্মার্ট মিটার বাতিল-সহ সাত দফা দাবিতে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির মেমারি ১ ব্লক কমিটির পক্ষ থেকে মেমারী-মালডাঙ্গা রোডে শংকরপুর বাজারে আলু চাষিরা প্রায় দেড় ঘণ্টা পথ অবরোধ করলেন। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানিয়েছেন, গত বছর অতিবৃষ্টির ফলে পূর্ব বর্ধমান জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুবার করে বহু খরচ করে আলু চাষ করতে হয়েছিল। কিন্তু সেই চাষ করার পরও ফলন ভালো হয়নি। ফলে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বহু চাষি সোনাদানা বন্ধক রেখে চাষ করেছিলেন আজকে তাঁরা সর্বস্বান্ত। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন কর্ণপাত হয়নি। সম্প্রতি বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু চাষীদের অভিযোগ, এই ক্ষতিপূরণের পরিমাপ ঠিক মতো করা হয়নি। যে সমস্ত জায়গায় বিশেষ কোনো ক্ষতি হয়নি সেখানে ক্ষতিপূরণের পার্সেন্টেজ বেশি দেখানো হয়েছে। এদিন তারই প্রতিবাদে তাঁরা রাস্তা অবরোধ করেন। এদিকে, এই রাস্তা অবরোধের জেরে বহু সাধারণ যাত্রী আটকা পড়ে যায়। অন্যান্যদের মধ্যে এই অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি দনা গোস্বামী, মেমারি-১ ব্লক কমিটির সভাপতি উৎপল রায় প্রমুখরা। এই কর্মসূচি থেকে ঘোষণা করা হয় আগামী ২৫ জুন এই দাবিকে সামনে রেখে পূর্ব বর্ধমানে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *