বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্য জুড়েই সরকারি জমি থেকে জবরদখল হঠাতে রীতিমতো নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। ব্যতিক্রম নয় বর্ধমান। খোদ বর্ধমান শহরের জিটি রোড, বিসি রোডের ফুটপাথ দখল আদপেই মুক্ত হবে কিনা সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, সেই সময় বৃহস্পতিবার এই বিষয় নিয়ে বর্ধমান পুরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হল। পুরসভা সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই এই উচ্ছেদের বিষয়ে পথে নামতে চলেছে পুরসভা। এদিন পুরসভার বোর্ড মিটিংয়ের পরই পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার জেলাশাসকের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন বলে জানা গেছে। যদিও পুরপ্রধান এদিন জানিয়েছেন, পৌরসভা সব বিষয়েই চিন্তাভাবনা করছে। রাস্তা, জল, আলো, হকার, টোটো, যানজট সব বিষয়েই ভাবনা আরম্ভ হয়ে গেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কড়া ঘোষণার পর বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গা থেকে হকাররা নিজেরাই নিজেদের দোকান সরিয়ে নিলেও বৃহস্পতিবারও বর্ধমান শহরের জিটিরোড এবং বিসি রোডে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে গেলেন হকাররা। এদিন একাধিক হকারকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের সরে যাবার জন্য কেউ বলেননি। আর সরে যেতে বললে তাঁরা কোথায় যাবেন। তাঁদের বিকল্প ব্যবস্থা না করা হলে তাঁরা বাঁচবেন কীভাবে। যদিও পুরসভা সূত্রে জানা গেছে, সামনের সপ্তাহেই তাঁরা এব্যাপারে হকারদের নোটিশ দিয়ে দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হকাররা নিজেরা সরে না গেলে পুরসভা হস্তক্ষেপ করবে।
Tags Burdwan Municipality hawker
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …