Breaking News

ঘুড়ি ওড়াতে বেরিয়ে নিখোঁজ ছাত্রের নদী থেকে দেহ উদ্ধার

Body of missing student recovered from river.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রের দেহ বাঁকা নদী থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের রাজগঞ্জ পাসিখানা এলাকায়। ঘুড়ি ধরতে গিয়েই নদীতে তলিয়ে যায় বলে অনুমান পরিবারের। মৃত ছাত্রের নাম রোহিত দাস (১২)। সে রথতলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ঘুড়ি ওড়ানোর কথা বলে রাজগঞ্জ চণ্ডিতলা এলাকার বাড়ি থেকে বের হয় রোহিত দাস। তারপর রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে বর্ধমান থানায় নিখোঁজ ডায়রি করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হলেও খোঁজ মেলেনি। এরপর রবিবার সকালে পাসিখানা এলাকায় বাঁকা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা, পরে তাঁরা খবর দেন পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া দেহটি রোহিত দাসের বলে সনাক্ত করে পরিবার। পুলিশের পক্ষ থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। মৃতের কাকা কৌশিক দাস বলেন, ভাইপো ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসত। কেটে যাওয়া ঘুড়ি ধরতে সে বিভিন্ন জায়গায় চলে যেত। সম্ভবত ঘুড়ি ধরতে গিয়েই বাঁকার জলে পড়ে গিয়ে ভাইপোর মৃত্যু হয়েছে। A school student has mysteriously missing after going out to fly a kite

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *