Breaking News

বর্ধমান রেল স্টেশন থেকে উদ্ধার মৃতদেহ! চলতি মরশুমে রাজ্যে প্রথম শীতের বলি?

Body recovered from Burdwan railway station! The first winter death in the state this season?

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত কয়েকদিন ধরে ক্রমশই পারদ নামছে পূর্ব বর্ধমান জেলায়। শনিবার সকালে বর্ধমান শহরে তাপমাত্রা ৮.৮ ডিগ্রী সেলসিয়ায় রেকর্ড হয়েছে বলে কোলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র সূত্রে জানা গেছে। কার্যত প্রতিদিনই ঠাণ্ডার প্রকোপ বাড়ছে। আর এরই মাঝে সম্ভবত প্রথম রাজ্যে ঠাণ্ডার বলি (?) হলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। শুধু তাইই নয়, শুক্রবার রাত থেকে ওই ব্যক্তির মৃতদেহ প্রকাশ্যে পড়ে থাকলেও শনিবার দুপুর পর্যন্ত কোনো হেলদোল ঘটল না বর্ধমান ষ্টেশনের রেল পুলিশের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে বর্ধমান ষ্টেশনের ৮নং প্ল্যাটফর্মে কিছু কাঠের বাক্সের ওপর জামা প্যাণ্ট পরিহিত প্রায় ৫০-এর কাছাকাছি বয়সের ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। জানানো হয় ষ্টেশনের জিআরপিকেও। কিন্তু তারপরেও দুপুর পর্যন্ত ওইভাবেই মৃতদেহ পড়ে থাকে। পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। স্থানীয় ট্রাফিক কলোনীর বাসিন্দা তৌফিক খান জানিয়েছেন, প্রতিদিনের মতই এদিন সকালে ৮নং প্ল্যাটফর্মে চায়ের দোকানে চা খেতে আসেন। তখনই তাঁরা ওই ব্যক্তিকে কাঠের বাক্সের ওপর পড়ে থাকতে দেখেন। মুখ দেখতে না পাওয়ায় তাঁরা চিনতে পারেননি। গোটা বিষয়টি জানানো হয় রেলপুলিশকে। কিন্তু দুপুর আড়াইটে বেজে গেলেও তখনও মৃতদেহ তোলার কোনো ব্যবস্থা করেনি রেলপুলিশ। তৌফিক খান জানিয়েছেন, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা পুলিশই বলতে পারবেন। তবে তাঁদের মনে হয়েছে প্রবল ঠাণ্ডার জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও এই মৃত্যুর কারণ সম্পর্কে সরকারীভাবে এখনও কিছু জানা যায়নি।

 


'Nilpur Yuva Utsav' will be held in Burdwan from 8th to 12th January. In the festival there is a 'Bahare Ahare Food Festival'. 'Nilpur Yuva Utsav' will be held in Burdwan from 8th to 12th January. In the festival there is a 'Bahare Ahare Food Festival'.

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *