ভাতার (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার মাহাতা গ্রাম পঞ্চায়েতের ঝর্না গ্রামের আমডাঙ্গা এলাকায় বিজেপি কর্মী মহানন্দ সরকারের বাড়ি লাগোয়া এলাকা থেকে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ একটি হাঁড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে তৃণমূল বিজেপি চাপান উতোর শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা নিখিল মাঝি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় বিজেপির দুটি গোষ্ঠী ক্ষমতা দখলের লড়াই চালাচ্ছে। তার জেরেই এই বোমা মজুত করে রাখা হয়েছিল। অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতা কৃষ্ণদাস সিংহ জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই মহানন্দা সরকারকে ফাঁসানোর জন্য ওই বোমা মজুদ রেখে শাসকদল বাজার গরম করতে চাইছে। বিষয়টি নিয়ে মহানন্দ সরকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় শ্মশানের গাছ কাটা নিয়ে প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা মহানন্দ সরকার, তাই শাসক দল তাকে চক্রান্ত করে ফাঁসানোর পরিকল্পনা করেছে। যদিও ভাতার থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Tags BJP Bomb Bombs recovered
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …