Breaking News

পূর্ব বর্ধমান জেলার দুটি আসনেই বহুজন সমাজবাদী পার্টির মনোনয়ন পেশ

Ramkrishna Malik BSP candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএসপি-র দুই প্রার্থী রামকৃষ্ণ মালিক এবং মুকুল বিশ্বাস।  বিএসপির দুই প্রার্থীই সাফ জানিয়েছেন ভোটে জেতার জন্য নির্বাচনে খাড়া হননি। বহুজন সমাজবাদী পার্টির আদর্শকে তুলে ধরতেই এবং শুদ্র রাষ্ট্র তৈরির লক্ষ্য নিয়েই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুটি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন তাঁরা। বিএসপি প্রার্থীরা জানিয়েছেনজেতার জন্য নয়। তারা চান দেশের ৮৫ শতাংশ মানুষকে শাসন করছে দেশের ১৫ শতাংশ মানুষ – তার পরিবর্তন। আর সেই পরিবর্তনের লক্ষ্যেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের লক্ষ্য বিএসপি পার্টির আদর্শকে তুলে ধরা। উল্লেখ্যবর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী রামকৃষ্ণ মালিক বিএসপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মুকুল বিশ্বাস জেলা সভাপতি। উভয়েই এদিন জানিয়েছেননির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মূল উদ্দেশ্যই তাঁদের বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নকে রূপ দেওয়ার জন্য জনজাতিকে একত্রিত করা।

BSP candidates are going to submit nomination papers for the Lok Sabha election. Ramkrishna Malik BSP candidate of Bardhaman-Durgapur & Mukul Biswas BSP candidate of Bardhaman Purba Lok Sabha.

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *