Breaking News

পূর্ব বর্ধমান জেলার দুটি আসনেই বহুজন সমাজবাদী পার্টির মনোনয়ন পেশ

Ramkrishna Malik BSP candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএসপি-র দুই প্রার্থী রামকৃষ্ণ মালিক এবং মুকুল বিশ্বাস।  বিএসপির দুই প্রার্থীই সাফ জানিয়েছেন ভোটে জেতার জন্য নির্বাচনে খাড়া হননি। বহুজন সমাজবাদী পার্টির আদর্শকে তুলে ধরতেই এবং শুদ্র রাষ্ট্র তৈরির লক্ষ্য নিয়েই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুটি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন তাঁরা। বিএসপি প্রার্থীরা জানিয়েছেনজেতার জন্য নয়। তারা চান দেশের ৮৫ শতাংশ মানুষকে শাসন করছে দেশের ১৫ শতাংশ মানুষ – তার পরিবর্তন। আর সেই পরিবর্তনের লক্ষ্যেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের লক্ষ্য বিএসপি পার্টির আদর্শকে তুলে ধরা। উল্লেখ্যবর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী রামকৃষ্ণ মালিক বিএসপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মুকুল বিশ্বাস জেলা সভাপতি। উভয়েই এদিন জানিয়েছেননির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মূল উদ্দেশ্যই তাঁদের বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নকে রূপ দেওয়ার জন্য জনজাতিকে একত্রিত করা।

BSP candidates are going to submit nomination papers for the Lok Sabha election. Ramkrishna Malik BSP candidate of Bardhaman-Durgapur & Mukul Biswas BSP candidate of Bardhaman Purba Lok Sabha.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *