বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএসপি-র দুই প্রার্থী রামকৃষ্ণ মালিক এবং মুকুল বিশ্বাস। বিএসপির দুই প্রার্থীই সাফ জানিয়েছেন ভোটে জেতার জন্য নির্বাচনে খাড়া হননি। বহুজন সমাজবাদী পার্টির আদর্শকে তুলে ধরতেই এবং শুদ্র রাষ্ট্র তৈরির লক্ষ্য নিয়েই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুটি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন তাঁরা। বিএসপি প্রার্থীরা জানিয়েছেন, জেতার জন্য নয়। তারা চান দেশের ৮৫ শতাংশ মানুষকে শাসন করছে দেশের ১৫ শতাংশ মানুষ – তার পরিবর্তন। আর সেই পরিবর্তনের লক্ষ্যেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের লক্ষ্য বিএসপি পার্টির আদর্শকে তুলে ধরা। উল্লেখ্য, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী রামকৃষ্ণ মালিক বিএসপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মুকুল বিশ্বাস জেলা সভাপতি। উভয়েই এদিন জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মূল উদ্দেশ্যই তাঁদের বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নকে রূপ দেওয়ার জন্য জনজাতিকে একত্রিত করা।
Tags Bahujan Samaj Party BSP Lok Sabha poll
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …