বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলন্ত ট্রেন থেকে যাত্রীর আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম সুজিত পাশোয়ান। বর্ধমান থানার গিমটি ফটক এলাকায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আইফোন উদ্ধার করতে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় জিআরপি। ধৃতকে তিনদিন জিআরপি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, বীরভূমের বোলপুর থানার ধর্মরাজতলার যুবক অনর্ত বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাধারণ বগিতে চেপে বোলপুরে আসছিলেন। কামরায় ভিড় থাকায় তিনি ট্রেনের গেটের সামনে বসেছিলেন। ট্রেনটি বর্ধমান স্টেশন ছাড়ার পর রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা একজন আচমকা তাঁর হাত থেকে আইফোনটি ছিনিয়ে নিয়ে দৌড় শুরু করে। দুষ্কৃতীকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারেন অনর্ত। তাতে তিনি গুরুতর জখম হন। ছিনতাইকারী অবশ্য পালিয়ে যায়। ঘটনার কথা জানিয়ে অনর্তর বাবা চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায় জিআরপিতে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে জিআরপি ঘটনায় সুজিতের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। গুরুতর জখম অনর্তকে বর্ধমান শহরের উল্লাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
Check Also
বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …