Breaking News

অতিরিক্ত ট্রেনের দাবীতে বর্ধমান-কাটোয়া রেলপথে অবরোধ

মঙ্গলকোট (পূর্ব বর্ধমান) :- বর্ধমান থেকে কাটোয়া ন্যারোগেজের পরিবর্তে ব্রডগেজে রেল লাইনের পরিবর্তন করা হলেও ট্রেনের সংখ্যা না বাড়ানোয় যাত্রীদের মধ্যে ক্ষোভ জমছিলই। শুক্রবার তা আছড়ে পড়ল। এই রেলপথে অতিরিক্ত ট্রেনের দাবিতে এবং ট্রেনের সময়সূচি বদলের দাবিতে সাঁওতা রেলস্টেশনের কাছে রেল অবরোধ করলেন কয়েক’শ মানুষ। অবরোধকারীদের দাবি, ছোট লাইন থেকে বড় লাইন হয়েছে ট্রেনপথ। কিন্তু তারপর প্রায় এক বছর কিন্তু ট্রেন সংখ্যা এখনো বাড়েনি। যে সময়ে ট্রেন যাতায়াত করে, তাতে সাধারণ মানুষের কোন উপকারে হচ্ছে না। ট্রেনের সময়সূচির পরিবর্তনের পাশাপাশি কমপক্ষে ছ’জোড়া ট্রেন চালানোর দাবী জানান তাঁরা। নিত্যযাত্রীরা জানিয়েছেন, একটিমাত্র টেন বর্ধমান থেকে কাটোয়া যায়। সেটিও এমন একটা সময়ে বর্ধমান থেকে ছাড়ে আবার কাটোয়া থেকে ছেড়ে এমন একটা সময়ে আসে যে তাতে সাধারণ যাত্রীদের কোনো উপকারেই লাগছে না। যাত্রীরা জানিয়েছে্ন, এদিন বর্ধমান থেকে দুপুর ২টো নাগাদ কাটোয়ার উদ্দেশ্য ট্রেনটি রওনা হয়। সাঁওতা স্টেশনে ঢোকে দুটো চল্লিশ মিনিট নাগাদ। সাঁওতা গ্রামের এক যাত্রী জানিয়েছেন, এব্যাপারে তাঁরা বারবার রেলের সর্বত্র চিঠি দিয়েছেন। সমস্যার কথা জানিয়েছেন। অফিস ও স্কুল টাইমে ট্রেন চালুর দাবী জানিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি। বাধ্য হয়েই এদিন যাত্রীরা রেল অবরোধ করেছেন। এই ঘটনার জেরে প্রায় আধ ঘন্টারও বেশী ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্যদিকে, বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, এব্যাপারে রেলের উর্ধতন কর্তৃপক্ষকে তিনি গোটা বিষয়টি জানাবেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *