বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মেশিন খারাপ তাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান করাতে না পেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ দুয়েক ধরেই সিটি স্ক্যান মেশিন খারাপ। তাই রোগীদের সিটি স্ক্যান করানো যাচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৫ কিমি দূরে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যানের জন্য রেফার করছেন রোগীদের। কিন্তু সেখানে যেতে গেলে রীতিমত হয়রানির মুখেও পড়ছেন সাধারণ মানুষ। ফলে বাধ্য হয়েই মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বেসরকারী ক্ষেত্রে সিটি স্ক্যান গুলির রমরমা বাজার। কার্যত মুনাফা লুটছেন বেসরকারী ল্যাবগুলি। হাসপাতাল সূত্রে খবর, শুধু সিটি স্ক্যান মেশিনই নয়, একইসঙ্গে ডিজিটাল এক্স-রে মেশিনও আংশিক খারাপ হয়ে থাকায় রোগীদের লম্বা তারিখ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা দ্রুততার সঙ্গে এই মেশিন চালু করার চেষ্টা করছেন। হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, তাঁরা দ্রুত মেশিনগুলিকে চালু করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই টেকনিসিয়ানরা মেশিনগুলি খতিয়ে দেখে গেছেন। তাঁরা আশা করছেন চলতি সপ্তাহেই তাঁরা চালু করতে পারবেন দুটি মেশিনই।
Tags Bardhaman Burdwan Burdwan Medical College & Hospital CT Scan Digital X-ray Hospital Purba Bardhaman Scan X-ray ডিজিটাল এক্স-রে বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সিটি স্ক্যান হাসপাতাল
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …