Breaking News

প্রতিবছর বর্ধমানের ৩ জনকে ‘সেরা বর্ধমানিয়া’ সম্মান দেবে বর্ধমান পুরসভা

Burdwan Municipality presented a surplus budget of Rs 265 crore

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান পৌরসভার ২০২৪-২০২৫ আর্থিক বছরের ২৬৫ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পেশ হল। এদিন পৌরসভার বৈঠকে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে পুরপ্রধান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, গত ১ বছরে বর্ধমান পুরসভা সমস্ত খরচ বাঁচিয়ে প্রায় ৭ কোটি টাকা নিজস্ব তহবিলে আয় করেছে। আগামী বছরে এই আয়ের পরিমাণ আরও বাড়াতে বেশ কিছু নতুন প্রকল্প তাঁরা হাতে নিয়েছেন। যার মধ্যে রয়েছে একাধিক বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি নির্মাণ। তিনি জানিয়েছেন, বর্ধমান পৌরসভার সিংহভাগ রাস্তাকে পেভার ব্লকে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। এর ফলে রাস্তা টেকসই হবে। উল্লেখ্য, বর্ধমান পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে লাগাতার অভিযোগ ওঠার পর অবশেষে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং গ্রাউন্ডে প্রাচীর দেওয়ার কাজ শুরু করেছে পুরসভা। পাশাপাশি গত আর্থিক বছরেও তিনি এই ডাম্পিং গ্রাউন্ডের ময়লার পাহাড় কমিয়ে আনা, সেখান থেকে সার ইত্যাদি তৈরি করার যে প্রকল্পের কথা শুনিয়েছিলেন এবারও তাই শুনিয়েছেন পুরপ্রধান। এর পাশাপাশি প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বর্ধমানের টাউন হলের সংস্কার-সহ পুরী, দীঘা এবং বেনারসে হলিডে হোম চালুর মত বিগত দিনের প্রকল্পগুলিকেও আওড়েছেন পুরপ্রধান। যদিও এর মধ্যে কলকাতার পর বর্ধমান পুরসভা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে থেকে প্রতিবছর ৩ জন নাগরিককে ‘সেরা বর্ধমানিয়া’ শিরোপা দেবার সিদ্ধান্ত নিয়েছে বলে পুরপ্রধান জানিয়েছেন। এছাড়াও পুরকর্মীদের মধ্যে কাজে উৎসাহ বাড়াতে ৩ জন পৌর কর্মচারীকে প্রতিবছর সম্মান প্রদান করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরপ্রধান জানিয়েছেন, এরই সঙ্গে নাটক, কবি – সাহিত্যিকদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করতে নাট্য উৎসাহ, সেমিনার প্রভৃতি নিয়মিত আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরপ্রধান এদিন জানিয়েছেন, বর্ধমান উন্নয়ন সংস্থা বা বিডিএর কাছ থেকে ৪ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৬০০ টাকা, বিএসএনএলের কাছ থেকে ৬১ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা, জেলা পুলিশ সুপারের অফিসের কাছে ১ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ২৯৯ টাকা এবং বিদ্যুৎ দপ্তরের কাছে ৭৭ লক্ষ ৫ হাজার ২০০ টাকা বকেয়া রয়েছে। ইতোমধ্যেই পৌরসভার পক্ষ থেকে তাদের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। এদিন এই সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমি দাস এবং পুর কাউন্সিলাররা ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

About admin

Check Also

A young woman was raped while going out to eat pizza with a friend. Five were arrested in the incident.

বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *