বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বোমা-সহ এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম শেখ মণিরুল ওরফে রোমিও। বাঁকুড়ার ইন্দাস থানার চাদগ্রামে তার আদিবাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরের গোলাহাট বড়বালিডাঙায় থাকে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে গোদা এলাকায় জাতীয় সড়কের পাশে একটি হোটেলের কাছে কালভার্টের উপর থলি নিয়ে দাঁড়িয়েছিল মণিরুল। টহলদারির সময় তাকে দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে সে। তাড়া করে পুলিশ তাকে ধরে। তার কাছে থাকা থলি থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়। বোমা কাউকে দেওয়ার জন্য সে সেখানে দাঁড়িয়েছিল বলে পুলিশের অনুমান। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন অবশ্য জানায়নি পুলিশ। ধৃতকে ১৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা। উদ্ধার হওয়া বোমাগুলি বর্ধমান থানায় নিরাপদ জায়গায় রাখা হয়েছে। সেগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোমা বিশেষজ্ঞদের খবর পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে।
Tags Arrest Bankura Bardhaman Bomb Burdwan East Bardhaman East Burdwan Purba Bardhaman ইন্দাস পূর্ব বর্ধমান বর্ধমান বাঁকুড়া বোম বোমা
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …