বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাইক কেনার নামে প্রতারণার অভিযোগে দুই যুবক ও এক কিশোরকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃত যুবকদের নাম জিৎ দেবনাথ ও রাহুল মণ্ডল। কাটোয়া থানা এলাকায় ধৃতদের বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত কিশোরের বাড়ি থেকে উদ্ধার হয় বাইকটি। পুলিস জানিয়েছে, কিছুদিন আগে বর্ধমান শহরের আঁজিরবাগান এলাকার বাসিন্দা দিব্যেন্দু দাস কেনা-বেচার অ্যাপে তাঁর বাইকটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। দিনকয়েক আগে সেই বিজ্ঞাপন দেখে তিনজন তাঁর বাড়িতে আসে। তাঁকে ৫০ হাজার টাকা দিয়ে বাইকটি নিয়ে নেয়। কিস্তির বাকি টাকা তারা মিটিয়ে দেবে বলে জানায়। কিন্তু, তারা তা মেটায় নি। বাইকের মালিক তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হন। এরপরই তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস সাইবার থানার সাহায্য নেয়। সাইবার থানা মোবাইলের সূত্র ধরে ঘটনায় জিৎ ও রাহুলের জড়িত থাকার বিষয়টি জানতে পারে। ধৃত দুই যুবককে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। একই সঙ্গে কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। ধৃত দুই যুবকের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Tags buying a bike cheating Juvenile Juvenile Justice Board
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …