বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার অনুষ্ঠিত হ’ল বর্ধমান পৌর উৎসব ২০২২-এর প্রস্তুতি সভা। এদিন বর্ধমান টাউন হলে আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থংকর বিশ্বাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, সচীব জয়রঞ্জন সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রমুখ। পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই বর্ষের ‘বর্ধমান পৌর উৎসব’। শাঁখারীপুকুর উৎসব ময়দানে ২৫ ডিসেম্বর পর্যন্ত ৯ দিন ধরে চলবে এই উৎসব। উৎসবে প্রায় ২৫০০ জন শিল্পী অংশ নেবেন বলে জানিয়েছেন পরেশচন্দ্র সরকার। তিনি জানিয়েছেন, প্রতি বারের উৎসবেই একটি করে নির্দিষ্ট থিম থাকে। এবারের থিম এখনও চূড়ান্ত না হলেও বর্ধমান শহরের ললিতকলা বিষয়ে একটি থিম নির্ধারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনিয়েছেন তিনি। পুরসভার সচীব জয়রঞ্জন সেন জানিয়েছেন, বর্ধমান পৌর উৎসবে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুটি পর্ব-ই এক সাথে চলে। এরসাথে উৎসব উদ্বোধনের আগে থেকেই চলে নাটক, ক্রীড়া-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা। এছাড়াও উৎসবের দিনগুলিতে থাকবে আঁকা ও পিঠেপুলি প্রতিযোগিতা। বিধায়ক খোকন দাস জানিয়েছেন, করোনার জন্য মেলা উৎসবে বিধিনিষেধ ছিল। এবছর সেধরনের কোনও বিধিনিষেধ না থাকায় প্রচুর মানুষ উতসবগুলিতে অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারী মাসে বর্ধমান পৌর উৎসব হলেও ২০২২ সালে প্রশাসক বোর্ড প্রস্তুতি নেওয়ার পরও করোনার জন্য জানুয়ারী মাসে নির্ধারিত পৌর উৎসব বাতিল ঘোষণা করে।
Tags Bardhaman Bardhaman Poura Utsav Burdwan Burdwan Municipality Burdwan Poura Utsav Poura Utsav Utsav পৌর উৎসব বর্ধমান পৌর উৎসব
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …