Breaking News

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক

Burdwan Uttar MLA Nisith Kumar Malik held a press conference on 'Didir Suraksha Kavach'. Trinamool Congress

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচী। আর এই কর্মসূচীর মধ্যে দিয়েই ফের প্রমাণিত হল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশেই থাকেন। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়কের উদ্যোগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর সাংবাদিক বৈঠকে একথা বলেন বিধায়ক নিশীথ মালিক। এদিন বর্ধমান ১ ব্লকের দেওয়ানদিঘীর দলীয় অফিসে বর্ধমান ১ ব্লকের সভাপতি কাকলী তা গুপ্ত এবং বর্ধমান ২ ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার-সহ সমস্ত সহযোগী সংগঠনের নেতৃত্বদের নিয়ে এই সাংবাদিক বৈঠক করেন নিশীথ মালিক। সারাবছরই যদি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকেন তাহলে নতুন করে কেন এই কর্মসূচী তার ব্যাখ্যা দিতে গিয়েই নিশীথ মালিক বলেন, এটাই তৃণমূল কংগ্রেস। জনসংযোগকে আরও নিবিড় করতেই এই কর্মসূচী। যাতে মানুষ ভুল না বোঝেন। বরং তাঁরা যেন আশ্বস্ত হন তৃণমূলের নেতা কর্মীরা সবসময়ই তাঁদের পাশে রয়েছেন। Burdwan Uttar MLA Nisith Kumar Malik held a press conference on 'Didir Suraksha Kavach'. Trinamool Congress উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়-এর আগেই দলীয় বিধায়কদের নিবিড় জনসংযোগ-সহ সাধারণ মানুষের কাছে যাবার জন্য বারবার জানিয়েছেন। তারপরেও বহু বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ ওঠে নির্বাচনের পর তাঁরা বহু এলাকাতে ঢোকেননি। এই অভিযোগ ওঠে খোদ বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের বিরুদ্ধেও। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় এই কর্মসূচী নিয়ে রীতিমত তাল ঠুকছেন বিরোধীরা। ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, ক্রমশই মানুষের কাছ থেকে সরে যাচ্ছেন তৃণমূলের নেতারা। আর তাই ড্যামেজ কন্ট্রোল করতেই এইসব কর্মসূচী নেওয়া হচ্ছে। কিন্তু মানুষ সব দেখছে। তারাই সঠিক সময়ে রায় দেবে।


'Nilpur Yuva Utsav' will be held in Burdwan from 8th to 12th January. In the festival there is a 'Bahare Ahare Food Festival'.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *