বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মারা গেলেন ক্ষেত্রনাথ অধিকারী। মৃত্যুকালে তাঁর বয়স ৯৮ বছর। দীর্ঘ সময় তিনি সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। ক্ষেত্রনাথবাবুর ছেলে তাপস অধিকারী জানিয়েছেন, বিজেপি প্রতিষ্ঠার আগে জনসঙ্ঘ এর সময় থেকে লালকৃষ্ণ আদবাণীর অনুপ্রেরণায় তিনি রাজনীতির আঙিনায় এসেছিলেন। বর্ধমানের আদবাণী হিসাবে পরিচিতও ছিলেন তিনি। ১৯৬৮ ও ১৯৭২ সালে পরপর দুবার বর্ধমান পৌরসভার কমিশনার হয়েছিলেন। বর্ধমান জেলা বিজেপি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর। প্রবীণ এই নেতার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে বুধবার তাঁর বাড়িতে হাজির ছিলেন বর্ধমান জেলা বিজেপির একাধিক নেতাও। উল্লেখ্য, রাম জন্মভুমি আন্দোলন-এর বর্ধমান জেলার প্রথম রামশীলা পুজো করেছিলেন ক্ষেত্রনাথ বাবু। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও ক্ষেত্রনাথবাবু ছিলেন অভিনেতাও। একাধিক যাত্রা, নাটকেও তিনি দাপিয়ে অভিনয় করেছে্ন। বেশ কিছুকাল আগে তাঁর স্ত্রী বিয়োগ হয়। মৃত্যুকালে তিনি রেখে গেলেন ৩ ছেলে ও দুই কন্যা সহ নাতি-নাতনিদের।
Tags Advani Bardhaman BJP Burdwan East Bardhaman East Burdwan Purba Bardhaman Sarbamangala Mandir খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …