বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পরপর বাসের কর্মীদের মারধরের ঘটনায় বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে সমস্ত বাস চলাচল বন্ধ করে দিলে বাস কর্মী সংগঠন। এই ঘটনায় বুধবার সকাল থেকেই ভয়াবহ সমস্যার মুখে পড়েন যাত্রীরা। ওয়েষ্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরিন্দর শর্মা জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই জেলার বিভিন্ন প্রান্তে বাস কর্মীরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। এরই মাঝে মঙ্গলবার রাতে বর্ধমান কালনা রুটের এক বাস কর্মীকে বেধড়ক মারধর করা হয় নবাবহাট বাসস্ট্যান্ডে। তিনি জানিয়েছেন, এর আগেও বহিরাগতরা এইভাবেই মারধর করেছে।লাগাতার এই ঘটনায় তাঁরা আতংকিত। তাই ধর্মঘটে বিশ্বাসী না হয়েও তাঁরা বাধ্য হয়েই বাস কর্মীদের নিরাপত্তার দাবীতে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। এদিকে, এই ধর্মঘটের ফলে বর্ধমান শহরের সঙ্গে যোগাযোগরক্ষাকারী কালনা, কাটোয়া-সহ কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা সমস্যার মুখে পরেছে।
Tags Bus Bus strike Strike
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …