বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই পরিণাম হাতে চলে আসবে। হাইপার টেনশনে ভুগছেন কমবেশী সমস্ত প্রার্থীরাই। কিন্তু তার থেকেও রীতিমত দুশ্চিন্তা এখন ব্যবসায়ী মহলে। বিশেষ করে ভোট উত্সবের অন্যতম অঙ্গ আবির ব্যবসায়ীরা এখন দিশেহারা। বুঝেই উঠতে পারছেন না কোন্ আবির বিকোবে। সাধারণত ভোটের ফলাফলের একটা আঁচ ব্যবসায়ী মহলে আগাম পড়েই। আর তা থেকেই কিছুটা অনুমানভিত্তিক তাঁরা সময়োপযোগী সামগ্রীও মজুদ করেন। এবারেও তার বিশেষ ব্যতিক্রম না হলেও বিজেপি না তৃণমূল ঘোর দ্বন্দ্বেই রয়েছেন বর্ধমানের বড় বড় আবীর ব্যবসায়ীরা। বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার এলাকার ব্যবসায়ী সিকান্দর খান জানিয়েছেন, সাধারণত কলকাতা থেকেই বর্ধমানে আবির আসে। এবারেও ভোটের ফলাফলকে মাথায় রেখেই তাঁরা বিভিন্ন রংয়ের আবির মজুত করেছেন। কিন্তু ভোটের ফলাফল কি হবে বা কোন্ রংয়ের আবির বিক্রি হবে কিছুই বুঝে উঠতে পারছেন না।
তিনি জানিয়েছেন, সবুজ, গেরুয়া, কিছু হলুদ এবং গোলাপি আবির মজুত করেছেন। এবছর আবিরের দাম ৩০ কেজির বস্তা ৬০০ টাকা। তিনি জানিয়েছেন, আবিরের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন অনেকেই কিন্তু বিক্রি নেই। পাইকারী ব্যবসায়ী সেখ টোটন জানিয়েছেন আবিরের মজুদের অভাব নেই। কিন্তু ছোট ব্যবসায়ীরা ভয়ে আবির তুলতে পারছে না। কিছু বড় দোকানদার ৫০ বস্তা সবুজ আবির নিলেও সঙ্গে ২০ বস্তা গেরুয়াও নিচ্ছেন। অনেকে খুচরো আবিরের খোঁজ নিলেও বিক্রি হচ্ছে না। তিনি জানিয়েছেন, কে জেতে কে হারে কেউই বুঝতে পারছেন না।
তাই ভয়ে ঝুঁকি নিয়ে কেউ নির্দিষ্ট কোনো রংয়ের আবির তুলতে চাইছেন না। তিনি জানিয়েছেন, এবারের ভোটের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে দলীয় সমর্থকরা অপেক্ষা করছেন কি হয় সেটা দেখার জন্য। সবুজ আবিরের পাশাপাশি গেরুয়ার খোঁজ করছেন অনেকেই। খুচরো এক ব্যবসায়ী জানিয়েছেন, চলতি আবিরের পাশাপাশি এবার তাঁরা গুণগত উচ্চমানের কিছু আবিরও তুলেছেন। ৫ কেজির দাম ৪৫০ টাকা। সবুজ এবং গেরুয়া উভয় রংয়েরই এই আবির মজুত রয়েছে।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, যা মজুদ আছে তাতে কালকে কোনো সমস্যা হবে না। পরে চাহিদা বুঝে মাল তোলার অপেক্ষায় রয়েছেন তাঁরা। যদিও রোজা চলায় কিভাবে বিজয় মিছিল হবে তা নিয়েও তাঁরা সন্দিহান। টানটান উত্তেজনায় ফুটছে সব রাজনৈতিক দলই। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যুদ্ধজয়ের প্রাক প্রস্তুতি সেরে ফেলেছে। কেউ কেউ বিজয় মিছিলেরও প্রস্তুতি সেরে ফেলেছেন বুধবারই। গলসীর তৃণমূল বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন, প্রচুর পরিমাণে আবির তাঁরা মজুদ করেছেন। কালকে সবুজ আবিরেই ফের অকাল দোল উত্সব অনুষ্ঠিত হবে।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গণনা হবে এমবিসি ইনষ্টিটিউটে। সেখানকার দায়িত্বে থাকা প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মহম্মদ সেলিম জানিয়েছেন, আবির মজুদ হয়েছে জায়গায় জায়গায়। এমনকি তাঁরা বিজয় মিছিল এবং বিজয় উল্লাসের জন্যও তৈরী। এখন শুধু ফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁরা। কিন্তু তাতেও দোলাচল কাটছে না ব্যবসায়ীদের। বিশেষত, এই ধরণের ভোটের মরশুমে যে হারে এতাবত্কাল বিভিন্ন রঙের আবির বিক্রি হয়েছে। ভোট গণনার আগের দিন তথা মাত্র কয়েকঘণ্টা আগেও খোদ বর্ধমান শহরের আবিরের হোলসেল এবং পাইকারী ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।
Tags abir victory procession
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …