বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রশাসনিক স্তরে বারবার জানিয়েও রাস্তার সমস্যার সমাধান না হওয়ায় এবার লোকসভা ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমান ২ ব্লকের অন্তর্গত নবস্থা ১ গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামে ঢালাই রাস্তার দাবিতে গ্রামবাসীরা লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, গোটা রাজ্যজুড়ে সর্বত্র রাস্তাঘাটের উন্নয়ন হলেও বেগুট গ্রামে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। খানাখন্দে ভরা রাস্তার জন্য প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এই ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। কী কারণে রাস্তার উন্নয়ন হয়নি তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিপিআই(এম) বর্ধমান ২ ব্লকের এরিয়া কমিটির সদস্য কল্যাণ হাজরা জানিয়েছেন, আমরা ভোট বয়কটের বিপক্ষে কিন্তু এই ব্যাপারে গ্রামবাসীদের দাবিকে আমরা সমর্থন করছি।
Tags Lok Sabha Election vote boycott
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …