বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্র সরকার গাড়ি চালকদের ‘হিট অ্যান্ড রান’-এর শাস্তি হিসাবে যে নতুন আইন লাগু করতে চলেছেন তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে জোড়ালো আন্দোলনের ডাক দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার কল্যাণ সংঘ। সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি সেখ ইমরান হোসেন জানিয়েছেন, কেন্দ্র সরকার নতুন যে আইন আনছে তাতে দুর্ঘটনা ঘটলে গাড়ির চালকদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ১০ বছরের জেল হওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই কালা আইন লাগু হলে গোটা ড্রাইভার সমাজ পথে বসবে। পথে বসবে তাঁদের আত্মীয় পরিজন। তাই এই কালা আইন বাতিলের দাবিতে তাঁরা গোটা ভারত জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন। অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবি না মেটা পর্যন্ত তাঁরা সমস্ত শ্রেণীর গাড়ির চালকরা গাড়ি চালানো বন্ধ করার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, পেটের তাগিদে চালকরা অত্যন্ত ঝুঁকির এই পেশা বেছে নেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে দমনপীড়নের আইন বলবৎ করতে চাইছে তাতে গাড়ি চালকরা আর এই পেশায় থাকতে চাইবেন না। ইমরান জানিয়েছেন, এরই সঙ্গে বলা হচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি চালককেই আহতদের হাসপাতাল নিয়ে যেতে হবে। তিনি বলেছেন, বর্তমান সমাজ ব্যবস্থায় এরকম কখনই সম্ভব নয়। কারণ দুর্ঘটনা ঘটলেই সাধারণ মানুষ রে রে করে তেড়ে আসেন। এরকম করার চেষ্টা করলে গণপিটুনিতে মৃত্যু অবধারিত চালকদের। ফলে অবাস্তব এই পরিকল্পনাকে বাতিল করার দাবি জানাচ্ছেন তাঁরা। তিনি জানিয়েছেন, গোটা জেলায় তাঁদের প্রায় ৬ হাজার সদস্য রয়েছেন। প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হয়েছেন। এর ফলে একদিকে যেমন ট্রাক পরিবহণে সমস্যা দেখা দেবে, তেমনি বাস চলাচলেও সমস্যা দেখা দিতে পারে। তিনি জানিয়েছেন, তাঁদের এই সংগঠনে সবরকমের গাড়ির চালকরাই সামিল হয়েছেন। এদিন থেকেই তাঁরা কর্মবিরতি পালন শুরু করেছেন। আইন বাতিল না হওয়া পর্যন্ত তা চলবে। উল্লেখ্য, এদিন এই সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
Tags Accident Act Car Car driver criminal act CRPC driver hit and run hit-and-run law IPC law The Bharatiya Nagarik Suraksha Sanhita The Bharatiya Nyaya Sanhita The Bharatiya Sakshya Adhiniyam
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …