Breaking News

নিয়ন্ত্রণ হারিয়ে ৫ ছাত্রছাত্রীকে গাড়ির ধাক্কা, মৃত ১ ছাত্রী, রাস্তা অবরোধ

car hit the 5 students, dead 1 student, road blockade

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- রাস্তার ধারে বসে থাকা ছাত্রছাত্রীদের ওপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার চলে যাওয়ায় গুরুতর জখম হলেন ৫জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একজনের মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ছাত্রীর নাম শেফালী ওরফে শিল্পী মাঝি (১৩)। বাড়ি মঙ্গলকোটের পালপাড়ায়। সে গণপুর হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মনসা পুজো উপলক্ষ্যে সে ভেদিয়ায় এসেছিল মামারবাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌনে ছটা নাগাদ আরও কয়েকজনের সঙ্গে সেও ভেদিয়ার বাগবাটি মোড়ে রাস্তার ধারে বসেছিল। সেই সময় বোলপুর থেকে হুগলী যাবার পথে একটি সুইফট ডিজায়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। গুরুতর আহত ছাত্রছাত্রীদের মধ্যে ৪জনকে বর্ধমানের নার্সিংহোমে এবং একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা ভেদিয়ায় বর্ধমান সিউড়ি এনএইচ২বি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বচসাও বাধে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত বাকি ৪জনের মধ্যে ২ জনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক। আহতদের নাম রজত বাগ্দী, সোমনাথ বাগ্দী, মৌসুমী বাগ্দী, জিত বাগ্দী।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *