গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শহরের কার্জন গেট এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ নিয়ে বিজেপির বিরুদ্ধে মামলা রুজু করল বর্ধমান থানার পুলিস। যদিও কেউ এখনও গ্রেপ্তার হয়নি। অন্যদিকে, বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনাতেও মামলা রুজু হয়েছে। দু’টি ঘটনাতেই এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বর্ধমান থানার এক অফিসার বলেন, মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় একটি পথসভার আয়োজন করে বিজেপি। দলের অভিযোগ, সেইমতো বিজেপির কর্মী-সমর্থকরা সভাস্থলের কাছে পতাকা বাঁধছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতি তাঁদের উপর হামলা চালায়। দলের কয়েকজনকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে বর্ধমান থানায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। সন্ধ্যায় কার্জন গেটে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। এসপির অফিসেও বিক্ষোভ দেখানো হয় দলের তরফে। কার্জন গেটে অবরোধ নিয়ে শহরের বড়বাজার টিকেপাড়ার বাসিন্দা শেখ বাপ্পা পুলিসে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিজেপি নেতা দেবাশিস সরকার ও শ্যামল রায়ের নেতৃত্বে পথ অবরোধ করা হয়। অবরোধের জেরে রাস্তায় যানজট হয়। অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। টায়ার জ্বালানোয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। অন্যদিকে, হামলার বিষয়ে বিজেপির দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক দেবাশিস সরকার অভিযোগ দায়ের করেন।