Breaking News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Celebrate International Mother Language Day and remember the language martyr

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার গোটা জেলা জুড়েই পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বর্ধমান শহর জুড়েই বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শহীদ স্মরণ কমিটির উদ্যোগে বর্ধমানের বেশ কয়েকটি সামাজিক সংগঠন, পত্রপত্রিকা, সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় টাউন হল ময়দান থেকে কার্জনগেট চত্বর পর্যন্ত একটি পদযাত্ৰা অনুষ্ঠিত হয়। পদযাত্ৰা শেষে কার্জনগেট চত্বরে শহীদ বেদীতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র সংবাদপত্র প্রসার কমিটি, লোকায়ন, আঙিনা, বকুলফুল, দ্য ফ্রিথিংকিং, সামাজিকীকরণ বার্তা, আই উইটনেস, বর্ধমান পোষ্ট, পরিপ্লব, কবিতায়ন, সময়ের ভীড়, আজ কাল পরশু, খাসকথা, বর্ধমান টুডে, বর্ধমান পত্রিকা, বর্ধমান আপডেট, কার্জনগেট, বর্ধমান জয় ফাউন্ডেশন, আঁচ, গণকন্ঠ সমাজকল্যাণ সমিতি, ছন্দম, রঙ ও রেখা, মুক্তিকামী নাগরিক সমাজ, ধ্রুবতারা-সহ প্রভৃতি পত্রিকা এবং সংস্থার প্রতিনিধিরা বক্তব্য, কবিতা পাঠ এবং গানের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করেন। এদিন বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেণ্টারের উদ্যোগে শাঁখারীপুকুরে আয়োজিত হয় একটি বিশেষ অনুষ্ঠানে। সেখানে বেশ কিছু কচিকাচার হাতেখড়িও দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মিনাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে কালনার পূর্বস্থলির মিনাপুর নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়।

Celebrate International Mother Language Day and remember the language martyr

Celebrate International Mother Language Day and remember the language martyr

Celebrate International Mother Language Day and remember the language martyr

Celebrate International Mother Language Day and remember the language martyr

Celebrate International Mother Language Day and remember the language martyr

Celebrate International Mother Language Day and remember the language martyr

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *