বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক হুল দিবস পালন করা হলো বর্ধমান কোর্ট কম্পাউন্ডের সিধু কানু পার্কে। এদিন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গার্গী নাহা সহ অন্যান্য সদস্যরা সিধু কানু মূর্তিতে মাল্যদান করেন। দেশের স্বাধীনতা রক্ষায় ব্রিটিশদের সঙ্গে সাঁওতালদের অসম যুদ্ধে প্রাণ দিয়েছিলেন সিধু, কানু, চাঁদ, ভৈরব। তাঁদের সেই বীরত্ব ও আত্মবলিদানকে এদিন স্মরণ করা হয়। অন্যদিকে, এদিন হুল দিবসের মূল অনুষ্ঠানটি হয় ভাতারের বনপাস হাইস্কুল সংলগ্ন মাঠে। দুদিন ধরে চলবে এই উত্সব। এই অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী, সদর উত্তর মহকুমা শাসক পুষ্পেন্দু সরকার প্রমুখরাও। এখানেই আদিবাসীদের নিত্য ব্যবহার্য সামগ্রী এবং সাঁওতাল বিদ্রোহের ইতিহাস সংক্রান্ত একটি প্রদর্শনীও খোলা হয়েছে।
Tags Hool Day
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …