ভাতার (পূর্ব বর্ধমান) :- অবশেষে বৃহস্পতিবার রাত্রে বর্ধমানে এল এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার রাত্রে বর্ধমান শহরের বাবুরবাগ সিএমএস হাইস্কুলে আসার পর শুক্রবার সকালেই আধা সামরকিবাহিনীকে কয়েকটি দলে ভাগ করে বর্ধমান- দুর্গাপুরের ভাতার এবং মন্তেশ্বরে পাঠানো হয়। অন্য একটি দলকে পাঠানো হয় কেতুগ্রামে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ভাতার এবং কেতুগ্রাম সহ মন্তেশ্বরে ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছিল। এদিন সকালেই গ্রামে গ্রামে ঘুরলেন আধা সামরিকবাহিনীর জওয়ানরা। এদিন ভাতারের ওড়গ্রাম, শিকারপুর,দেবপুর, রামপুর, ঝাড়ুল, মাহাতা প্রভৃতি গ্রামে রুট মার্চ করে। আগামী কাল শনিবার মেমারী, মঙ্গলকোট এবং পূর্বস্থলী থানা এলাকার বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে বলে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানাগেছে।
Tags CAPF Central Armed Police Forces
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …