বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভাতারের বিজেপি নেতাকে গুলি করার ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকে দেখতে গিয়ে হাসপাতালের পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সুরিন্দরজিত সিংহ আলুওয়ালিয়া। রবিবার সকালে তিনি বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার এলাকায় প্রচারে বের হন। বাজারে আসা সাধারণ মানুষের কাছে প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী। সাতসকালে প্রচারে বেরিয়ে বাজারেই একটি চায়ের দোকানে বসে চা–ও খান তিনি। এই সময় তাঁর কাছে খবর আসে ভাতারের বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। বাজার থেকেই তিনি সরাসরি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাজির হন। আর হাসপাতালে বিজেপি নেতাকে দেখে ফিরে আসার পর ক্ষোভ প্রকাশ করলেন হাসপাতালের পরিকাঠামো দেখে। আহত বিজেপি নেতাকে মেঝেতেই রেখে দেওয়ায় এবং হাসপাতালে নোংরা আবর্জনা দেখে কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দরজিত সিংহ আলুওয়ালিয়া তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেই। তিনি নাম না করেই বলেন, উনি তো নির্মল বাংলার পুরষ্কার পেয়েছেন বলে আনন্দ করেন। উনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। তাহলে হাসপাতালের এই হাল কেন? একজন সিরিয়াস পেসেণ্টকে মেঝেতেই বসিয়ে রাখা হয়েছে। গোটা হাসপাতালে এত নোংরা আর উনি নির্মল বাংলার পুরষ্কার পাওয়ার গর্ব করছেন।
Tags Burdwan hospital
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …