Breaking News

২৪ জানুয়ারি বর্ধমানে গোদার মাঠে সভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee is coming to a meeting at Goda Maidan in Burdwan on January 24

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের আগে আগামী ২৪ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহরের গোদার হেল্থ সিটি ময়দানে করবেন প্রশাসনিক সভা। বৃহস্পতিবারই এব্যাপারে জেলায় নির্দেশ আসার পরই শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা। এদিন সকাল থেকে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হলেও নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সফরের নির্দেশ আসতেই শুরু হয় ব্যাপক তোড়জোড়। এদিনই সভাস্থলের মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সূত্রের খবর, দুপুর ১ টা নাগাদ মুখ্যমন্ত্রী এই সভায় পৌঁছবেন। প্রায় ৫০ হাজার মানুষ সমবেত হবেন এই ধারণা নিয়েই তৈরি হচ্ছে আচ্ছাদন। ওইদিনই জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে জেলার উন্নয়ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের প্রাক্কালে জেলার সার্বিক উন্নয়নই যে প্রচারের মূল বার্তা এবং উন্নয়নকে সামনে রেখেই যে তৃণমূল প্রচারে ঝাঁপাবে সেই বার্তাও তিনি দেবেন বলে দলীয়সূত্রে খবর। প্রশাসন সূত্রে জানা গেছে, এই সভা থেকেই মুখ্যমন্ত্রী জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করবেন। একাধিক প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের প্রদান করবেন বলে দলীয় সূত্রে খবর।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *