গলসী (পূর্ব বর্ধমান) :- ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসী থানার পুরষা এলাকায়। শনিবার বিকালে ৪টি জারিকেন ভর্তি বোমা উদ্ধারের পর রবিবার সিআইডি-র বোম্ব ডিসপোজাল টিম বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে বোমা, বন্দুক ও গুলি উদ্ধারের মাঝে গলসী এলাকায় এই বিপুল পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পুরষার বদরুল মাঠে ধান কাটার সময় জমিতে বোমা ভর্তি একটি জারিকেন দেখতে পান স্থানীয় এক কৃষক। এরপরই খবর দেওয়া হয় গলসী থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে জারিকেনটি উদ্ধার করে। পরে তল্লাশিতে ঘটনাস্থল থেকে আরও ৩ টে বোমা ভর্তি জারিকেন উদ্ধার করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থলটিকে ঘিরে রাখে। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। রবিবার আরও একটি বোমা ভর্তি জারিকেন উদ্ধার হয়। পুলিশসূত্রে জানা গেছে, ৫ টি জারিকেন থেকে মোট ৩০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ৩ টি ধাপে বোমাগুলিকে নিস্ক্রিয় করে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড। কোথা থেকে এলো এই বিপুল পরিমানে বোমা? কারাই বা কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে গলসী থানার পুলিশ। এদিকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, এটা নতুন কিছু নয়। রাজ্যজুড়ে প্রতিদিনই পাওয়া যাচ্ছে বোমা, বন্দুক, গুলি। এমনকি বিস্ফোরণে মৃত্যুর ঘটনাও ঘটছে। সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূল জানে মানুষ তাদের সঙ্গে নেই সন্ত্রাস করেই ক্ষমতা দখল করতে হবে। তাই এই বিপুল পরিমাণে বোমা মজুত করা হয়েছে। আমরা এর সঠিক তদন্তের দাবী জানাচ্ছি এবং এর সাথে যারা যুক্ত তাদের শাস্তির দাবী জানাচ্ছি। যদিও পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, এই ঘটনার আমরা উপযুক্ত তদন্তের দাবী জানাচ্ছি। বাংলাকে কালিমালিপ্ত করতে বিরোধীরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পুলিশ পুলিশের কাজ করছে। বিজেপির অভিযোগ করা কাজ সেটাই তারা করছে।
Tags Bom bomb disposal squad bomb recovered bombs found CID CID bomb disposal squad
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …