মেমারি (পূর্ব বর্ধমান) :- রেলের ভুয়ো নিয়োগপত্র বিলি চক্র নিয়ে তথ্য সংগ্রহ করল সিআইডি। পুলিসি হেফাজতে থাকা চারজনকে মেমারি থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির গোয়েন্দারা। তাতে বেশকিছু তথ্য পেয়েছেন তাঁরা। চক্রটি যে টাকার বিনিময়ে রেলের ভুয়ো নিয়োগপত্র বিলির সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত হয়েছেন সিআইডির অফিসাররা। চক্রটি বেশ কিছুদিন ধরে এ ধরনের কাজ করে বেড়াচ্ছে বলে জেনেছেন গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য সিআইডির রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে। সিআইডির এক অফিসার বলেন, কেবলমাত্র তথ্য সংগ্রহের জন্যই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে। পুলিস তদন্ত করছে।
এদিকে, ১০ দিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ধৃত সন্দীপ বিশ্বাস ওরফে রাজা, শুভম রায়, কবিরুল আলি ও আকাশ ধরকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের ফের হেফাজতে নেওয়ার জন্য আর আবেদন জানায় নি পুলিস। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ ফেব্রুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। হেফাজতে থাকাকালীন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পেয়েছে পুলিস। ধৃতরা বেশ কিছুদিন ধরে টাকা নিয়ে রেলের ভুয়ো নিয়োগপত্র বিলির কারবার চালিয়েছে বলে জানা গিয়েছে। মূলত বাগুইআটি, মধ্যমগ্রাম, এয়ারপোর্ট ও বারাসত থানা এলাকায় ধৃতরা কারবার চালায় বলে জেনেছে পুলিস। ধৃতদের নিয়ে ওইসব থানা এলাকার কয়েকটি জায়গায় তল্লাশিও চালিয়েছে মেমারি থানার পুলিস। প্রতারণার শিকার হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের বয়ান নথিভুক্ত করেছে পুলিস। হেফাজতে থাকা সন্দীপের বাড়ি থেকে রেলের কিছু ফাঁকা লেটার প্যাড বাজেয়াপ্ত করা হয়েছে। হেফাজতে থাকাকালীন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়েকজনের নামও পাওয়া গিয়েছে। তাদের ধরতে তল্লাশিও চালিয়েছে পুলিস। যদিও তাতে সাফল্য মেলেনি।
গত ৩ ফেব্রুয়ারি রাতে পালসিট টোলপ্লাজা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিস। তাদের কাছ থেকে রেলের রিক্রুটমেন্ট বোের্ডর সঙ্গে যুক্ত আধিকারিকদের বেশকিছু ফাঁকা প্যাড ও ভিজিটিং কার্ড উদ্ধার হয়। ধৃতদের গাড়িতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা ছিল। ধৃতদের মধ্যে একজন আরপিএফের পোশাক পরে ছিল। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পরেরদিন আদালতে পেশ করে ধৃতদের ১৪ দিন হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিস। ধৃতদের ১০ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
Tags CID fake employment letter
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …