মেমারী (পূর্ব বর্ধমান) :- রাস্তায় গাড়ি থামিয়ে সরস্বতী পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারি থানার মালম্বা বাজার সংলগ্ন এলাকায়। এই সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। যার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। এই ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মেমারি থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল শনিবার। জানা গেছে, শুক্রবার মেমারি দু’নম্বর ব্লকের মালম্বা বাজার সংলগ্ন এলাকায় সরস্বতী পুজোর জন্য চাঁদা তুলছিলেন স্থানীয় পুজো কমিটির সদস্যরা। মালম্বারোডে যাতায়াতকারী পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলা হচ্ছিল। সেই সময় চাঁদা তোলাকে কেন্দ্র করে গাড়ির চালকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই পুজো কমিটির সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনকে পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়, একজন গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মেমারি থানার পুলিশ উভয় পক্ষের মোট ৯ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করলে বিচারক ৪ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকিদের ১৪ দিন জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। অন্যদিকে, এই ঘটনার পর এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কোনোরকম প্ররোচনায় পা না দেবার আবেদন জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এবং কোনোরকম অপ্রীতিকর অবস্থার যাতে সৃষ্টি না হয় সেজন্য শুরু হয়েছে পুলিশি টহলদারি।
Tags Saraswati Saraswati Puja Saraswati Pujo
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …