Breaking News

শাঁখারিপুকুর এলাকায় প্রাইমারি স্কুল ভবন ভেঙে দেওয়ায় অভিযুক্ত ক্লাব সভাপতির আদালতে আত্মসমর্পণ

Investigation started in Burdwan primary school demolition incident. The BJP submitted a deputation to the Sub-Divisional Officer demanding punishment for the culprits

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ২ নম্বর শাঁখারিপুকুর এলাকায় বেলতলা প্রাইমারি স্কুলের ভবন মাটি কাটার যন্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়ায় অভিযুক্ত বিবেকানন্দ সেবক সংঘের সভাপতি তমালকান্তি মণ্ডল শনিবার সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর হয়ে আইনজীবী বরুণ বিশ্বাস জামিন চেয়ে সওয়াল করেন। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় তাঁর জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
২৫ নভেম্বর রাতে মাটি কাটার যন্ত্র দিয়ে স্কুলভবন ভেঙে দেওয়া হয়। এনিয়ে শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্কুলভবন ভাঙার পিছনে স্থানীয় ক্লাবের জড়িত থাকা নিয়ে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলিবিজেপির তরফে এনিয়ে বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে চিঠি দেওয়া হয়। মহকুমা শাসক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভার চেয়ারম্যান, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ও বর্ধমান থানার আইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিের্দশ দেন। মহকুমা শাসকের নিের্দশ মেলার পর বৃহস্পতিবার রাতে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৪২৭ ও ৩৪ ধারায় মামলা রুজু করে থানা

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *