বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যুযুধান রাজনৈতিক দলগুলির মধ্যে আকচাআকচির ঘটনা বাড়ছে। কোথাও হাতাহাতি থেকে তা ক্রমশই সংঘর্ষের রুপ নিচ্ছে। বৃহস্পতিবার রাতে বর্ধমান শহরের বড়়নীলপুর শালবাগান এলাকার সেণ্ট জেভিয়ার্স রোডে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ বর্ধমান থানা পর্যন্ত গড়ালো। সিপিএম নেতা অঞ্জন বিশ্বাস এদিন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা ওই দেওয়ালে সিপিএমের নামে নানান বিষয় লিখে এসেছেন। বৃহস্পতিবার রাতে তাঁরা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী হিসাবে দেওয়াল লিখন করার সময় সেখানে স্থানীয় তৃণমূল নেতা জগন্নাথ দাসের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা তাঁদের ওপর হামলা চালায়। দেওয়ালে কালি ছিটিয়ে তা নষ্ট করে দেওয়া হয়। মহিলা সিপিএম কর্মীদের গালিগালাজও করা হয়। এই ঘটনায় তাঁরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতা জগন্নাথ দাস জানিয়েছেন, তাঁরা এদিন দেওয়াল লেখার সময় সিপিএমের হার্মাদরা সেখানে হামলা চালায় তাঁদের মারধর করার চেষ্টা হয়। তিনি জানিয়েছেন, তাঁরা সিপিএমের নামে এদিন বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্ধমান থানার পুলিশ জানিয়েছেন, দুপক্ষই অভিযোগ করেছে। তদন্ত শুরু হয়েছে।
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …