Breaking News

প্রাক্তন কাউন্সিলার ঘুষ নেওয়ার পরও প্ল্যান পাশ না করে দেওয়ায় অবসরপ্রাপ্ত রেলকর্মীর হৃদরোগে মৃত্যুর অভিযোগ

complaints about bribery against tmc leader former @ councillor of burdwan municipality

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রায় দেড় বছর ধরে চলে আসা বিতর্কের পর অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকির জেরে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ দায়ের হল বর্ধমান থানায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে। সাম্প্রতিককালে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠলেও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে সম্প্রতি জানিয়েছিলেন খোদ পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী। আর বুধবার খোদ বর্ধমান পুরসভার ৬নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার এবং পুরসভার জলসরবরাহের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ মহম্মদ সেলিমের বিরুদ্ধে বাড়ি তৈরীর জন্য তোলাবাজির টাকা নেবার সরাসরি লিখিকত অভিযোগ দায়ের হয়েছে বর্ধমান থানায়। complaints about bribery against tmc leader former @ councillor of burdwan municipality একইসঙ্গে সেলিম সাহেবের বিরুদ্ধে ওই ব্যক্তিকে লাগাতার মানষিক নির্যাতন করা এবং তার জেরেই তাঁর মঙ্গলবার রাতে হৃদরোগে মৃত্যু হয়েছে বলেও দাবী তোলা হয়েছে। যদিও অভিযোগকারী থানায় করা লিখিত অভিযোগে ‘কাটমানি’ শব্দটিই উল্লেখ করেছেন। সবমিলিয়ে কাটমানি নিয়ে বুধবার দুপুর থেকেই সরগরম হয়ে উঠেছে বর্ধমান। মৃত ব্যক্তির নাম কিশোর প্রসাদ পাশোয়ান (৬৩)। তিনি রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।  তিনি বর্ধমান শহরের লোকো এলাকার গোলঘর ঘোষপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাত্রে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃতের স্ত্রী পুতুল পাশোয়ান জানিয়েছে্নরেলের চাকরি থেকে অবসর নেবার পর অবসরকালীন টাকা দিয়ে ৬নং ওয়ার্ডের লোকো সারদাপল্লী এলাকায় একটি ১ কাঠার একটু বেশি জায়গা কেনেন। সেই জায়গার ওপর বাড়ি তৈরীর জন্য তিনি নিয়ম মেনেই বর্ধমান পুরসভায় অনুমতির জন্য আবেদনও করেন। complaints about bribery against tmc leader former @ councillor of burdwan municipality পুতুল পাশোয়ানের অভিযোগএই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলার এবং তাঁর দুই সাগরেদ জনৈক মটর ও বোধন ওরফে আশীষ কর্মকার কয়েক দফায় বাড়ির প্ল্যান পাশ করিয়ে দেবার নাম করে কিশোরবাবুর কাছ থেকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা নেন। এমনকি সেলিম সাহেবের অনুমতিক্রমে তাঁরা বাড়ি তৈরীর কাজও শুরু করে দেন। কিন্তু কিছুদিন পর ফের তাঁরা ৩ লক্ষ টাকা দাবী করেন। পুতুল পাশোয়ান জানিয়েছেনতাঁর স্বামী সেই টাকা দিতে অস্বীকার করেন। এমনকি যে বাড়ির প্ল্যান অনুমোদনের জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছিলেন কিন্তু এখনও প্ল্যান পাননি সেই টাকা ফেরতও চান। এরপরই তাঁর স্বামীর ওপর মানষিক নির্যাতন শুরু হয়। বিভিন্ন ভাবে লোক লাগিয়ে তাঁর স্বামীকে অপমান করতে থাকেন। এভাবেই গত ১ জুলাই স্থানীয় তৃণমূল পার্টি অফিসে তাঁর স্বামীকে ডেকে পাঠান মহম্মদ সেলিম। পুতুলদেবীর অভিযোগএরপর তাঁর স্বামীকে সরাসরি বাংলা ছেড়ে চলে যাবার হুমকি দেন এবং চুড়ান্ত অপমান করা হয়। এরপরই তিনি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। complaints about bribery against tmc leader former @ councillor of burdwan municipality তোলাবাজির বিষয় নিয়ে বছর খানেক আগে কিশোর প্রসাদ পাশোয়ান মুখ্যমন্ত্রী এবং পুলিশসুপারের কাছে অভিযোগ করেছিলেন বলে এদিন তাঁর স্ত্রী জানিয়েছেন। এই ঘটনায় এদিনই বর্ধমান থানায় সরাসরি এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুতুল পাশোয়ান জানিয়েছেনপ্রাক্তন কাউন্সিলার সহ ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি তাঁর কাটমানির টাকা ফেরতের পাশাপাশি ওই ৩জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে্ন। দোষীদের শাস্তির দাবীতে এদিন বিজেপি-র পক্ষ থেকেও বর্ধমান থানায় বিক্ষোভ দেখান হয়েছে। উল্লেখ্যস্থানীয় সূত্রে জানা গেছেওই জায়গাকে ঘিরে বিতর্ক থাকায় ভূমি দপ্তরের পক্ষ থেকে নোটিশও জারী করা হয়। যদিও এব্যাপারে প্রাক্তন কাউন্সিলার মহম্মদ সেলিম জানিয়েছেনতাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি জানিয়েছেনতাঁর বিরুদ্ধে এই অভিযোগ প্রায় দেড় বছর আগে তোলা হয়। এরপরই তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলাও করেন। গোটা বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানিয়েছেনবিনা প্ল্যানে বাড়ি তৈরী করার জন্য তিনি বাড়ি তৈরী আটকে দেন। তারপরেই তাঁর নামে মিথ্যা অভিযোগ তোলা হয়। তিনি জানিয়েছেনএদিন সকালেই তিনি শুনেছেন ওই ব্যক্তি হৃদরোগে মারা গেছেন। তিনিও এই ঘটনায় দুঃখিত হয়েছেন। কিন্তু বিজেপি এই ঘটনাকে নিয়েই নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। তিনি জানিয়েছেনতিনি রাজনীতি করেনকিন্তু ততটা মূর্খ নন যে চলতি সময়ে কাটমানি নিয়ে বিতর্কের সময় তিনি কাউকে ডেকে তাঁর কাছ থেকে টাকা চাইবেন। এটা সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *