গুসকরা (পূর্ব বর্ধমান) :- বাসস্ট্যান্ড সংস্কারকে কেন্দ্র করে দুই কাউন্সিলরের কাজিয়ায় সরগরম পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভা। কোনওরকম টেন্ডার ছাড়াই এক কাউন্সিলর ওই কাজ করাচ্ছেন বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন কাউন্সিলর মল্লিকা চোঙদার। এরপর সোসাল মিডিয়ায় তাঁর চরিত্রহনন করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। মঙ্গলবার জেলাশাসকের সঙ্গে দেখা করে তিনি সবিস্তারে অভিযোগ জানিয়েছেন। গুসকরা বাসস্ট্যান্ডের আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই কাজেরই অঙ্গ হিসেবে আগামী ৩ সেপ্টেম্বর গুসকরা বাসস্ট্যাণ্ডের দুটি তোরণ ও টিকিট কাউন্টার উদ্বোধনের ইচ্ছা প্রকাশ করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি বর্ধমানে একটি অনুষ্ঠানে এসে একথা সরাসরি তিনি ঘোষণাও করে যান। এরপরই তড়িঘড়ি কাজ শুরু হয় পূর্ত দফতরের দায়িত্বে থাকা তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূলেরই কাউন্সিলর মল্লিকা চোঙদার সেই কাজ বন্ধ করে দেন। মল্লিকাদেবীর বক্তব্য, মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার বেশি কাজের জন্য ই-টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও টেন্ডার ছাড়াই কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় ২৮ লক্ষ টাকার কাজ পেটোয়া ঠিকাদারকে পাইয়ে দিয়েছেন। কিভাবে এই কাজ হচ্ছে এবং কাজের সিডিউল জানতে তিনি সোমবার রাতে নিত্যানন্দবাবুর বাড়িতেও যান। কিন্তু তিনি কোনো সদুত্তর পাননি। প্রতিবাদ করায় ফেসবুকে তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পরিবহণমন্ত্রীর কাছেও এব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বক্তব্য, উন্নয়নের সুফল দ্রুত বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে পুরপ্রধানের সম্মতি নিয়েই কাজ শুরু করা হয়েছিল। কিন্তু মল্লিকা চোংদার তাতে বাধা দিয়েছেন। গুসকরার মানুষ তাকে কোনোদিনই ক্ষমা করবে না। এদিন সন্ধ্যায় নিত্যানন্দবাবু সাংবাদিকদের জানিয়েছেন, একজন মহিলা কাউন্সিলার রাত্রি ১১টার পর আকণ্ঠ মদ খেয়ে তাঁর বাড়িতে হুজ্জতি করেছেন। পাল্টা নিত্যানন্দবাবুর দাবী, তিনি ওই রাত্রে তাঁর কাছে এগিয়ে গেলে মল্লিকা চোংদার কি সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারতেন। এরপরেই তিনি জানান, এই ঘটনা তিনি তৃণমূলের উপরতলায় জানিয়েছেন। কিন্তু তিনি দলের কাছ থেকে নিরাপত্তা না পেলে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন। অন্যদিকে, এই ঘটনায় এদিনই নিত্যানন্দবাবুর অনুগামীরা গুসকরা ফাঁড়িতে গিয়ে এই ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন। নিত্যানন্দবাবুকে অপমান করার ঘটনায় দোষীর শাস্তিও দাবী করেছেন। টেন্ডার নিয়ে অনিয়মের বিষয়ে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। নিয়ম মেনে কাজ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Guskara Bus stand Guskara Bus Terminus Guskara Municipality Purba Bardhaman Trinamool Congress খবর গুসকরা পুরসভা গুসকরা বাসস্ট্যাণ্ড পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …