বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি সময়ে ফ্ল্যাট কিনতে গিয়ে কিংবা বেসরকারি নার্সিংহোমে রোগী ভর্তি করে রীতিমতো প্রতারণার অভিযোগ যে ক্রমশই বাড়ছে তা স্বীকার করে নিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর বর্ধমানের বীরহাটা উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে ক্রেতা সুরক্ষা মেলা ২০২৪-২০২৫। এই মেলা নিয়েই বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এবং এই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েষা রানি এ., অতিরিক্ত জেলাশাসক প্রসেনজিত দাস, শুভলক্ষ্মী বসু-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও। এদিন সাংবাদিক বৈঠকে বিপ্লববাবু জানিয়েছেন, এই মেলায় ক্রেতাদের সচেতনতা করাই তাঁদের মূল লক্ষ্য। প্রতিটি মানুষই ক্রেতা। অনেক ক্ষেত্রেই বিভিন্ন দ্রব্য কিনতে গিয়ে মানুষ ঠকেন। সেক্ষেত্রে তাঁরা কীভাবে সুবিচার পেতে পারেন এবং সরকারি কী কী সুবিধা রয়েছে তা জানানোর জন্যই এই মেলার আয়োজন করা হয় প্রতিবছর। প্রসঙ্গত, তিনি জানিয়েছেন, বর্তমানে কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও ফ্ল্যাটের চাহিদা এবং ক্রেতা বাড়ছে। বাড়ছে নানা অভিযোগও। একইভাবে নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়েও মানুষের নানান অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে এই মেলায় বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে। এদিন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জানিয়েছেন, শুধু জেলায় ক্রেতা সুরক্ষা আদালতই নয়, বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য ব্লক থেকে গ্রামাঞ্চলেও ক্যাম্প করা হচ্ছে। ওই সমস্ত ক্যাম্পে গিয়েও অভিযোগ জানানো যাবে। তিনি জানিয়েছেন, অনেক সময়ই ক্রেতা ও বিক্রেতাকে হাজির করে তাঁরা অভিযোগের নিষ্পত্তিও করে দিচ্ছেন।
Tags Consumer Affairs Consumer Affairs Department Consumer Protection Consumer Protection Fair Kreta Suraksha Kreta Suraksha Mela
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …