Breaking News

বর্ধমান ১ ব্লকের বিডিওকে অফিস চত্বরে আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে হৈচৈ

Controversy has arisen over the pre-wedding lunch to the BDO of Burdwan 1 Block in the office premises.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ১ ব্লকের বিডিওকে বিডিও অফিস সংলগ্ন পঞ্চায়েত সমিতির একটি ঘরে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠানকে ঘিরে সমাজমাধ্যমে ছবি পোস্ট নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বুধবার এই ছবি পোস্ট হয়। আর তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হওয়ায় গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। যদিও গোটা বিষয়টিকে নিয়ে মিথ্যা রং চড়ানো হচ্ছে বলে জানিয়েছেন, বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত তা। জানা গেছে, বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত তা। তিনি ব্লক সভানেত্রীও। রীতিমতো এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয় একেবারে বাঙালীয়ানায়। বিডিও রজনীশ কুমার যাদবের গলায় পড়ানো হয় রজনীগন্ধার মালা। টেবিলের ওপর থরে থরে কাঁসার থালায় সাজানো হয় খাবারের হরেক রকম পদ। মাছের মুড়ো থেকে খাসির মাংস। পনির থেকে দই, মিষ্টি কি নেই সেই তালিকায়, একেবারে এলাহি আয়োজন। খাবার আগে তৃণমূলের ব্লক সভানেত্রী কাকলি গুপ্ত তা-কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান বিডিও। বিডিওর কপালে চন্দনের ফোঁটা দিয়ে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন কাকলীদেবী। Controversy has arisen over the pre-wedding lunch to the BDO of Burdwan 1 Block in the office premises. আর সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এব্যাপারে বিডিও জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির তরফ থেকে ভালোবেসে এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। তৃণমূলের ব্লক সভানেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম কেন? তার উত্তরে তিনি জানান, উনি আমার মায়ের বয়সী। মা-তো সামনে ছিল না, তাই। বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে হয়, সেই শিক্ষা থেকেই প্রণাম করেছি। তাঁর দাবি, সরকারি অফিস চত্বরে নয়, পাশের বিল্ডিংয়ের কমন রুমে এই আয়োজন হয়েছিল। এব্যাপারে তৃণমূলের ব্লক সভাপতি কাকলি তা গুপ্ত জানিয়েছেন, অহেতুক গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। সৌজন্যবোধ ও সম্পর্কের আবদার থেকে এই আয়োজন করা হয়েছে। কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি জানান, বিডিও আমার ছেলের বয়সী। ভুলবশত সরকারি অফিস চত্বরে এই আয়োজন হয়েছে। কিন্তু কাজ করতে গেলে যেহেতু সকলের মধ্যে একটু সু সম্পর্ক রাখতে হয়, সৌজন্যবোধ রাখতে হয় তা থেকেই এই আয়োজন করা হয়েছিল। যাদের কাজ নেই তাঁরা এই সমস্ত বিষয় নিয়ে মিথ্যা হৈচৈ করছে। Controversy has arisen over the pre-wedding lunch to the BDO of Burdwan 1 Block in the office premises.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *