বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পূর্ব বর্ধমার জেলায় কেন্দ্রীয় প্রতিনিধিদল তদন্তে আসলে সিপিআইএমের পক্ষ থেকে এলাকাভিত্তিক দুর্নীতি-সহ প্রকৃত প্রাপকদের তালিকা তাঁদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সিপিআইএমের পূর্ব বর্ধমার জেলা সম্পাদক সৈয়দ হোসেন। তিনি এদিন জানিয়েছেন, ২০১১ সাল থেকেই এই আবাস যোজনার দুর্নীতি শুরু হয়েছে। ২০১১ সালেই প্রথম দফায় বাদ দেওয়া হয় অপছন্দের মানুষদের নাম। ২০১৮ সালে ফের দ্বিতীয় দফায় নাম বাদ দেওয়া হয় বলে এদিন তিনি অভিযোগ করেছেন। উল্লেখ্য, এদিনই জেলা বামফ্রণ্টের পক্ষ থেকে আবাস যোজনার এই দুর্নীতি নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচীতে হাজির ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, ফরওয়ার্ড ব্লকের ফজলুল হক, সিপিআই-এর কৃষ্ণা গাঙ্গুলী, আর. এস. পি.-র স্বপন মালিক, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের সমর হাজরা প্রমুখরা। সৈয়দ হোসেন জানিয়েছেন, এদিন তাঁরা জেলা প্রশাসনের কাছে আবাস যোজনার এই দুর্নীতি উপযুক্ত তদন্তের দাবী জানিয়েছেন। একইসঙ্গে এই দুর্নীতি কাণ্ডে যাঁরা জড়িত তাঁদের শাস্তি-সহ প্রকৃত প্রাপকরা যাতে এই সুবিধা পান তার জন্য দাবী জানিয়েছেন। সিপিএমের জেলা সম্পাদক এদিন জানিয়েছেন, আইসিডিএস কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে মিথ্যা রিপোর্ট দিতে বাধ্য করা হচ্ছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের জন্য আজ পর্যন্ত এই রাজ্যে কোনো এফআইআর করেনি। তাঁরা চান এব্যাপারে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল এই জেলায় আসলে তাঁরা ওই প্রতিনিধিদলের কাছে সমস্ত তথ্যই তুলে দিতে তৈরী। একইসঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই আবাস যোজনা যে প্রধান ইস্যু হতে চলেছে তাও তিনি জানিয়েছেন।
Tags Aawas Yojana Awas Yojana Bangla Aawas Yojana Bangla Awas Yojana CPI(M) CPM Pradhan Mantri Aawas Yojana Pradhan Mantri Awas Yojana
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …