বিপুন ভট্টাচার্য, খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- খণ্ডঘোষের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামে দ্বারকেশ্বর নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় রাতের ঘুম উঠল গোটা এলাকার মানুষের। সম্প্রতি হড়কা বানে বাঁকুড়ায় যেভাবে বাড়ি ভাঙার খবর ভাইরাল হয়ে উঠেছে সেটা দেখেই এবার বাঁধ তীরবর্তী এলাকার মানুষ আতংকিত হয়ে উঠতে শুরু করেছেন। রাইতাড়া গ্রামের বাসিন্দা প্রবীর ঘোষ জানিয়েছেন, গতবছরও দ্বারকেশ্বরের তীব্র জলস্রোতে বাঁধে ফাটল দেখা দেয়। তাত্ক্ষণিকভাবে বালির বস্তা দিয়ে গতবার ঠেকানো গেলেও প্রশাসনের পক্ষ থেকে বাঁধকে ভালভাবে মেরামত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু বছর ঘুরে গেলেও সেই প্রতিশ্রুতি রক্ষ হয়নি। এদিকে, রাউতাড়া গ্রামে ফাটলের মধ্যে দিয়ে জল ঢুকতে শুরু করেছেন জমিতে। আর তাতেই আতংকিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। গ্রামবাসীরা জানিয়েছেন, পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে তাঁরা রাত্রি জাগরণের সিদ্ধান্তও নিয়েছেন। অন্যদিকে, বাঁধের এই ফাটলের খবর পেয়ে এদিন গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান গোপাল দাস ঘটনাস্থলে হাজির হন। তিনিও স্বীকার করেছেন দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে। এব্যাপারে খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেবেন।
Tags Bardhaman Burdwan Dwarakeswar river East Bardhaman East Burdwan Gopalbera Khandaghosh Purba Bardhaman Rautara village খণ্ডঘোষ খবর দ্বারকেশ্বর নদী পূর্ব বর্ধমান বর্ধমান বাঁধে ফাটল বাংলা বাংলা খবর রাউতাড়া গ্রাম সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …