বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুর্গাপুর থেকে কলকাতা ফেরার পথে বিধানসভার ইন্ডাস্ট্রি কমার্স এণ্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাঁকে গলসীর পুরষা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরেই তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তাঁর এই অসুস্থতার খবর পেয়েই বর্ধমান হাসপাতালে যান রোগী কল্যাণ সমিতির সদস্য উজ্জ্বল প্রামাণিক-সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম প্রমুখরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে গাড়িতে ফেরার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে পুরষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, বুধবার এই স্ট্যান্ডিং কমিটি দুর্গাপুরের বিড়লা কর্পোরেশন লিমিটেড, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, এসআরএমবি টিএমটি, মাইথন স্টিল এণ্ড পাওয়ার লিমিটেড-সহ বেশ কয়েকটি কারখানা তাঁরা পরিদর্শন করেন।
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …