Breaking News

শিশু কিশোর আকাদেমির উদ্যোগে চার জেলাকে নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

Cultural competition started with four districts under the initiative of Shishu Kishore Akademi

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলা কৃষি খামারের ইটিসি ভবনে শুরু হল শিশু কিশোর আকাদেমির উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ৪টি জেলার ছাত্রছাত্রীদের নিয়ে বর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম জেলার ছাত্রছাত্রীরা। এই চারটি জেলা থেকে মোট ১৯৩ জন প্রতিযোগী বুধবার “ক” বিভাগে অংশ গ্রহণ করেছে এবং বৃহস্পতিবার “খ” বিভাগে ২৩৭ জন অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতায় রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আবৃত্তি, লোকসংগীত, রাগপ্রধান গান, শাস্ত্রীয় নৃত্য ও তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা শুধুমাত্র “খ” বিভাগের জন্য। রামশংকরবাবু জানিয়েছেন, প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে। তিনি জানিয়েছেন, এইরকম আয়োজন বেশি হলে শিশুদের সাংস্কৃতিক মান উন্নয়নে সুবিধা হবে এবং এক সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। এব্যাপারে সারা বছর ধরেই তথ্য ও সংস্কৃতি দপ্তর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তিনি জানিয়েছেন, এরই পাশাপাশি আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই কৃষি খামারেই পাঁচ দিনের নাট্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে চলেছে। Cultural competition started with four districts under the initiative of Shishu Kishore Akademi

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *