Breaking News

মহিলাদের ওপর নির্যাতন বন্ধের আবেদন নিয়ে বর্ধমান থেকে কেদারনাথ সাইকেল ভ্রমণ

Cycle journey from Burdwan to Kedarnath with appeal to stop violence against women

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মহিলাদের ওপর নির্যাতন বন্ধ-সহ একাধিক সামাজিক বার্তা নিয়ে বর্ধমান থেকে কেদারনাথ সাইকেলে রওনা দিলেন বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকার যুবক বিপ্লব দাস। একটি বেসরকারি সংস্থার কর্মী বিপ্লব এর আগেও সাইকেলে দার্জিলিং গিয়েছিলেন। এবার রওনা দিলেন ১৫০০ কিমি পথ। সোমবার সকালে বর্ধমানের কার্জন গেট থেকে তিনি রওনা দেবার আগে জানিয়েছেন, সেভ ড্রাইভ সেফ লাইফ, গাছ লাগান প্রাণ বাঁচানের মত শ্লোগান ও সামাজিক বার্তা দিয়ে সাইকেল ভ্রমণ করেছেন। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে মহিলাদের ওপর নির্যাতন বন্ধের আবেদন-সহ মাদক বর্জনের আবেদন। বিপ্লব জানিয়েছেন, বর্ধমান থেকে কেদারনাথ যেতে তাঁর প্রায় ২০ দিন লাগবে। এটা তাঁর কাছে স্বপ্ন ছিল। এতদিনে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। উল্লেখ্য, বিপ্লব স্কেটিং করতে ভালোবাসেন। রামমন্দির নির্মাণের সময় রামের বেশে সে বর্ধমান শহরে স্কেটিং করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। Cycle journey from Burdwan to Kedarnath with appeal to stop violence against women

About admin

Check Also

The agitators are again on the road in the case of continuous rape and torture of women in Purba Bardhaman district

গত এক মাসে পূর্ব বর্ধমান জেলায় লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ফের পথে নামছেন আন্দোলনকারীরা

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক মাসের মধ্যে কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই একাধিক ধর্ষণ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *