বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ডেণ্টাল কলেজ পরিদর্শনে করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ৪ সদস্যের প্রতিনিধিদল। আর রাজ্য স্বাস্থ্যপ্রতিনিধিদের হাতের কাছে পেয়েই কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ৭ দফা দাবী জানানো হল প্রতিনিধিদলের কাছে। পরিদর্শনে আসা স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিদলে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব (ডেন্টাল) বিনোদ কুমার, যুগ্ম-সচিব শরদ দ্বিবেদী, সৌরভ ঘোষ এবং সৌরভ বসু। ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব (ডেন্টাল) বিনোদ কুমারের কাছে দাবী জানানো হয়েছে, কলেজের হোষ্টেল ব্যবস্থা না থাকায় চরম সমস্যায় পড়ছেন দূরদূরান্তের ছাত্রছাত্রীরা। প্রয়োজনমত হাউস স্টাফ না থাকায় বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে অসুবিধার কথাও তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে একটিমাত্র অপ্রতুল অপারেশন থিয়েটার নিয়েও। ভাল ও আধুনিক অপারেশন থিয়েটারের প্রয়োজনের কথা জানানো হয়েছে প্রতিনিধিদলের কাছে। এছাড়াও কলেজের ইন্ডোর সুবিধার কথা তুলে ধরা হয়েছে। ইণ্ডোর সুবিধা না থাকায় অধিকা্ংশ ক্ষেত্রেই রোগীদের কলকাতার ডা. আর আহমেদ ডেণ্টাল কলেজে স্থানান্তরিত করতে হয়। ফলে রোগীদের হয়রানি বাড়ছে বলে অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে গড়ে প্রতিদিন এই ডেণ্টাল কলেজে ৫০০-রও বেশি রোগী আসেন। কিন্তু তাদের বসার কোনো জায়গা না থাকায় এদিন এই অসুবিধার কথাও তুলে ধরা হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আধুনিক ও উন্নত গ্রন্থাগার প্রয়োজন বলে দাবী জানানো হয়েছে। একইসঙ্গে ই-লাইব্রেরী চালুর দাবী জানানো হয়েছে। এছাড়াও কলেজের বিভিন্ন সময়ে প্রয়োজনীয় সেমিনার ইত্যাদির জন্য একটি অডিটোরিয়াম তৈরীর দাবী জানানো হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক অতনু নাগ। প্রতিনিধিদলের সদস্যরা এদিন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এবং ডেন্টাল কলেজের প্রিন্সিপাল সহ অন্য আধিকারিকদের সাথে কথা বলেন। মূলত ডেন্টাল কলেজ ও স্বাস্থ্য-পরিষেবার বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। বিনোদ কুমার জানিয়েছেন, রাজ্য সরকার ডেণ্টাল কলেজের জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেগুলি খতিয়ে দেখা ছাড়াও এদিন তাঁরা সামগ্রিকভাবেই ডেণ্টাল কলেজের পরিকাঠামো, প্রশাসনিক বিভাগ, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, রোগীদের বিষয়গুলিও খতিয়ে দেখেছেন। এব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Tags Bardhaman Burdwan Burdwan Dental College Dental College East Bardhaman East Burdwan Health Purba Bardhaman Treatment খবর চিকিৎসা দন্তচিকিত্সা-সংক্রান্ত পূর্ব বর্ধমান বর্ধমান বর্ধমান ডেণ্টাল কলেজ বাংলা বাংলা খবর সংবাদ স্বাস্থ্য
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …