বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেবল ছাত্রছাত্রীই নয়, অভিভাবকদেরও সময়োপযোগী শিক্ষা নিয়ে শুক্রবার দু’দফায় আলোচনা করে গেলেন বিশিষ্ট মনোবিদ সালোনি প্রিয়া। শুক্রবার তিনি বর্ধমানের গলসী থানা এলাকার বেলগ্রামের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের নিয়ে দু’দফায় আলোচনা ও প্রশ্নোত্তরে বর্তমান সময়কালের উপযোগী শিক্ষাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক ও মানসিক দৃঢ়তা গঠনের উদ্দেশ্যেই এই বিশেষ আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের নিয়ে এদিন স্কুল চত্বরে এবং বিকালে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে “শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং আনন্দময় অভিভাবকত্ব” শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, গলসীর বি ডি ও সঞ্জীব সেন, জয়েন্ট বি ডি ও মিলন দীক্ষিত-সহ স্কুলের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, স্কুল সম্পাদক রাজেশ ভগত, ডাইরেক্টর অপর্ণা ভগত, রেক্টর শুভ্রা চ্যাটার্জি, পাঠ্যক্রমিক কর্ণধার সুপ্রিয়া-সহ স্কুল পরিচালন কমিটির অন্যান্যরা। রেক্টর শুভ্রা চ্যাটার্জি জানিয়েছেন, এদিনের সেমিনারের মধ্যমণি ছিলেন সালোনি প্রিয়া। যিনি বর্তমানে অসংখ্য শিক্ষার্থী এবং অভিভাবক-অভিভাবিকার দিশারী। তাঁর মহামূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের মানসিক বিকাশের উপযোগী। তিনি মূলত প্রযুক্তি ও টেম্পটেশন-এর উপর মননশীল বক্তব্য পরিবেশন করেন। বর্তমানে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সাথে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে বর্হিজগতের বিভিন্ন ক্ষেত্রে সতর্ক হতে সালোনি প্রিয়ার মননশীল বক্তব্য খুবই সময়োপযোগী বলে জানান শুভ্রা চ্যাটার্জি।
Tags Delhi Delhi Public School Empowerment Joyful Parenting Parenting Public School School Student Student Empowerment Student Empowerment and Joyful Parenting
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …