খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে বাধা পেলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র খাঁ। কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে, এদিন সকালে খণ্ডঘোষের দুবরাজহাট এলাকায় কংগ্রেস প্রার্থী টোটো নিয়ে প্রচারে বের হন। সেই সময় তৃণমূল সমর্থকরা তাদের বাধা দেয়। এই ঘটনায় কংগ্রেস প্রার্থী সহ কংগ্রেস কর্মীরা খণ্ডঘোষ থানায় গিয়ে বিক্ষোভও দেখান। কংগ্রেস দলের পক্ষ থেকে জানান হয়েছে, গত শীত মরশুমে খণ্ডঘোষ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করতে গেলেও তাদের বাধা দেওয়া হয়েছিল। ফের এদিন প্রচারে বাধা দেওয়া হলেও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। উল্লেখ্য, এর আগে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকেও দফায় দফায় খণ্ডঘোষ বিধানসভায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরপর এই ঘটনায় বিরোধীদের পক্ষ থেকে খণ্ডঘোষ থানার পুলিশের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নন বলে দাবী করেছেন খণ্ডঘোষের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। তিনি জানিয়েছেন, কংগ্রেসের দুটি গোষ্ঠীর বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরা গলসীর সাঁটিনন্দী গ্রামে প্রচার সারেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা।
Tags Bishnupur
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …